আবার গড়পেটায় জড়িত ক্রিকেটকর্তা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

এবার খোদ ক্রিকেট  কর্তার  বিরুদ্ধেই অভিযোগ উঠল  ক্রিকেট দুর্নীতির৷  মেট্রোপলিটান  ক্রিকেট সংস্থার  কোষাধ্যক্ষ  ও মাকর্টিং ডিরেক্টর রাজন নায়ারের বিরুদ্ধে তিন দফায় ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ আই.সি.সির৷  এক ক্রিকেটারকে  অর্থের বিনিময়ে  আন্তর্জাতিক ম্যাচ গড়পেটার প্রস্তাব দেন৷  গত বছর  অক্টোবর মাসে  জিম্বাবোয়ের অধিনায়ক গ্রেম ক্রেমার  ওয়েস্ট ইন্ডিজের  বিরুদ্ধে প্রথম টেষ্টের আগে গড়াপেটার যে প্রস্তাব দেওয়ার যে তথ্য পাওয়া গেছে তা আই.সি.সি. কে  জানানো হয়েছিল ৷ এই প্রস্তাবটি রাজন নায়রই দিয়েছিলেন তার প্রমাণ মিলেছে৷ ক্রেমারকে তিনি ৩০ হাজার মার্কিন ডলার দিতে চেয়েছিলেন বলে খবর পাওয়া গেছে৷  এর ফলে তাঁকে  ক্রিকেট সংস্থার পদ থেকে নির্বাসন দেওয়া হয়েছে বলে জানা গেছে৷ সংবাদসূত্রে খবর আছে ক্রিকেট মহলে তাঁর পরিচিতি বেশ ভালোই ৷ তিনি যে এমন কাজ করতে পারেন ক্রিকেট মহলের লোক তা বিশ্বাসই করতে পারছেন না বলে স্থানীয় সংবাদমাধ্যম দ্বারা জানা গেছে৷

এক্ষেত্রে নায়রকে এই বছরের ৩০শে জানুয়ারীর মধ্যে এর সঠিক ব্যাখা দিতে হবে৷ আর তিনি সন্তোষজনক ব্যাখা না দিতে পারলে তাঁকে ক্রিকেট প্রশাসন থেকে  চিরনির্বাসনে পাঠানো হতে পারে৷ তবে তাঁর বিরুদ্ধে আইনি কোন পদক্ষেপ নেওয়া হবে কি না তা ঠিক করবে জিম্বাবোয়ে সরকারের আইনমন্ত্রক৷