বিশ্বকাপের পর ভারতীয় মহিলা দলের ক্যাপ্ঢেন মিতালি রাজ কি দল থেকে অবসর নেবেন, এটা নিয়ে ক্রিকেট মহলে চিন্তা বাড়ছে৷ আর কি তাঁকে ভারতের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না? গত রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে শেষ মুহূর্তে হেরে মহিলা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত৷ তার পর থেকেই প্রশ্ণ উঠছে যে ভারতীয় দলের ক্যাপ্ঢেনকে নিয়ে৷ অনেকেই মনে করছেন, দেশের জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেলে ফেললেন মিতালি৷ শুধু তাই নয়, ঝুলন গোস্বামীকেও নিয়েও একই প্রশ্ণ রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে৷
এ বিষয়ে মিতালি জানিয়েছেন, সময় ধরে প্রস্তুতি নিয়েছিলাম বিশ্বকাপের জন্য৷ ‘‘এখন ভবিষত্যের ব্যাপারে কিছু ভাবিনি বা ঠিক করিনি৷ তারপর অভিযান যদি এভাবে শেষ হয় তা হলে হতাশ হওয়া খুব স্বাভাবিক৷ প্রত্যেক ক্রিকেটারের পক্ষেই এটা মেনে নেওয়া কঠিন৷ কিন্তু সেটা কাটিয়ে ধীরে ধীরে এগোতে হবে৷ তারপরেই বোঝা যাবে আমরা প্রত্যেককে ঠিক কি চাইছি৷’’