সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আট বছর আগে ভোটে জিতে শপথ নেবার আগেই মোদিজী বলেছিলেন---আচ্ছা দিন এসে গেছে৷ সেইদিন রান্নার গ্যাসের দাম ৫০০ টাকার নীচে ছিল৷ ৮বছরে সেই দাম বাড়তে বাড়তে আজ দ্বিগুণের বেশী হল৷ ৫ইজুলাই মধ্য রাতের অন্ধকারে গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে হলো ১০৭৯ টাকা৷
এতদিন সরকার গ্যাসের দাম বাড়ানোর অজুহাত দিত আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধির কারণে গ্যাসের দাম বাড়ছে৷ কিন্তু গত মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে তিনবার কাঁচামালের দাম কমেছে৷ মোদি সরকারও পাল্লা দিয়ে তিনবার গ্যাসের দাম বাড়িয়েছে মে মাস থেকে৷ বিরোধীদের অভিযোগ মহারাষ্ট্র দখলের উপহার দেশবাসীকে৷ গ্যাসের দামের সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, আচ্ছা দিনের সরকারের কি মহিমা!