আড়াই বছর পর উদ্বোধন হল টালাব্রিজ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২০২০ সালের ফেব্রুয়ারিতে টালা সেতু ভাঙার কাজ শুরু হয়৷ কলকাতার সঙ্গে উত্তর শহরতলি ও উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ অংশের অন্যতম যোগাযোগের মাধ্যম ছিল এই সেতু৷ ফলে টালাসেতু বন্ধ হওয়ায় যান  চলাচলের বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়ে নিত্যযাত্রীদের কিন্তু প্রশ্ণ হচ্ছে এতদিনের অপেক্ষার কি ফল কি মানুষ পাবেন অর্থাৎ ২০২০ সালের পর প্রায় আড়াই বছর পর গত ২২শে সেপ্ঢেম্বর উদ্বোধন হল টালা সেতু  (হেমন্ত সেতু) কিন্তু প্রথম দিকে কোন ভারী গাড়ি, যেমন বাস, মালবাহী গাড়ী, লরি এই সমস্ত কোন গাড়ি চলাচলের অনুমতি প্রশাসন এখনও দেয়নি৷ তাহলে সাধারণ নিত্যযাত্রীদের সমস্যার সমাধান হবে৷

মুখ্যমন্ত্রী টালা ব্রিজ উদ্বোধনের পরেই সেখান দিয়ে যান চলাচল শুরু হলেও পুলিশ প্রশাসন এর আগে যে বিকল্প পথের অর্থাৎ বাসরুট, মালবাহী লরির রুট যেগুলি স্থির করেছিল সেগুলি এখনও যেমন চলছিল তেমনই চলবে৷ পুজোর পরে সেতুর একটি করে ফ্যাঙ্ক বন্ধ রেখে বাকি থাকা কাজ শেষ করা হতে পারে বলেও জানা গেছে৷ তাই বিকল্প পথ গুলি এখনই বন্ধ করা হবে না৷