আদর্শ জীবনচর্যার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলে গেলেন শৈলেন সরকার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 

নিজস্ব সংবাদদাতা ঃ হাওড়া জেলার সালকিয়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী শৈলেন সরকার গত ২৯শে জানুয়ারী দুপুর ১২টা ৩০ মিনিটে পরলোক গমন করেন৷ তিনি অকৃতদার ছিলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷

শ্রী শৈলেন সরকার একজন আদর্শ পরায়ন ও নিষ্ঠাবান কর্মী ছিলেন৷ ষাটের দশকে আনন্দমার্গের ওপর  যখন শাসকদলের চরম আঘাত নেমে এসেছিল তখনও  তিনি নির্ভীকভাবে মার্গের আদর্শকে আঁকড়ে ধরে সংঘের প্রচার ও প্রসারের কাজ করে গেছেন নির্লিপ্তভাবে সকল বাধাকে তুচ্ছ করে৷

আমরা বাঙালীর সমাজ আন্দোলনের সঙ্গেও ঘনিষ্টভাবে যুক্ত ছিলেন৷ অত্যন্ত সততার সঙ্গে তিনি কেন্দ্রীয় কমিটির অর্থ সচিবের  দায়িত্ব পালন করে গেছেন৷ বড় দাদার মত কনিষ্ট কর্মীদের প্রতি নজর রাখতেন৷ শৈলেনদা সবার খুব প্রিয় ছিলেন৷ নোতুন পৃথিবী পত্রিকা কার্যালয়ে তিনি নিয়মিত আসতেন৷  তাঁর মৃত্যু সংবাদে সকলেই শোক বিহ্বল হয়ে পড়েন৷

এই দিন সন্ধ্যা সাত ঘটিকায় শালকিয়া বাঁধাঘাট শশ্মানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়৷ তাঁর শেষ যাত্রায় সামিল হয়েছিলেন সংঘ জীবনের দীর্ঘদিনের সঙ্গী বকুল রায়, প্রতাপ রায়, নিশীথ রীত, বর্ণালী রায়, সনৎ কোলে,  অরবিন্দ প্রামাণিক, তপন মান্না ও হাওড়া জেলার ভুক্তিপ্রধান সুব্রত সাহা ও বহু সহকর্মী আত্মীয় স্বজন৷