আদর্শ মানব সমাজ গড়তে প্রয়োজন ভাগবৎ ধর্মের প্রতিষ্ঠা - কোচবিহারে মহাসমারোহে ধর্মমহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১লা ও ২রা এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার জেলার রাজধানী কোচবিহার শহরের নিউটাউন আনন্দমার্গ আশ্রম সন্নিকটস্থ বাজার মাঠে আনন্দমার্গ প্রচারক সংঘের কোচবিহার শাখার পক্ষ থেকে আয়োজিত দুইদিন ব্যাপী ধর্ম মহাসম্মেলনে আনন্দমার্গ প্রচারক সংঘের পুরোধা প্রমুখ আচার্য কিংশুকরঞ্জন সরকার বক্তব্যের শুরুতে বলেন আদর্শ সমাজ গড়তে প্রয়োজন ভাগবৎধর্মের প্রতিষ্ঠা৷ ধর্মমহাসম্মেলনের প্রাণপুরুষ পরমারাধ্য ৰাৰা ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর আকর্ষণে উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুর দুয়ার জেলা ছাড়াও অসমের বঙ্গাইগাও, বড়পেটা, গুয়াহাটি, কলাইগাঁও প্রভৃতি জেলা থেকে কয়েক হাজার আনন্দমার্গী ভক্তবৃন্দ মহাউৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ করেন৷ মূল অনুষ্ঠান অর্থাৎ ধর্মমহা সম্মেলন শুরুর আগের দিন দুপুর ২টা থেকে নির্র্দ্ধরিত কর্মসূচী অনুসারে শুরু হয় ৪৮ ঘন্টাব্যাপী মানব মুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন৷

১লা এপ্রিল সকালে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পুরোধা প্রমুখ আচার্য কিংশুকরঞ্জন সরকার পৌঁছালে তাকে ভলান্টিয়ার সোস্যাল সার্ভিস ও আনন্দমার্গ সেবাদলের স্বেচ্ছাসেবকরা গার্ড অব অনার দেয়৷ বিমানবন্দর থেকে বেরিয়ে মার্গীদের গাড়ীর কনভয় সহযোগে পুরোধা প্রমুখ কোচবিহার শহরের নিউটাউন আনন্দমার্গ আশ্রমে পৌঁছালে সেখানে সমবেত ভক্তবৃন্দ তাকে মালা দিয়ে বরন করে নেন৷ দুইদিনব্যাপী ধর্মমহাসম্মেলনে আচার্য কিংশুকজীর বক্তব্যের বিষয় ছিল ভাগবৎধর্ম ও আনন্দমার্গের অষ্টাঙ্গিক যোগ সাধনা৷ ১লা এপ্রিল বিকালে মার্গের পতাকা, ফেস্টুন ও ট্যাবলো সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন ও ‘আনন্দমার্গের মহান বাণী দিগদিগন্তে ছড়িয়ে দিন’ প্রভৃতি শ্লোগান সহযোগে কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ ১লা ও ২রা এপ্রিল সন্ধ্যায় হয় প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য ও নৃত্যনাট্য৷ পরিচালনায় রবি কর্মকার ও সুরেন্দ্রনাথ কার্জী৷ এছাড়াও রবিবার সকালে স্থানীয় আগ্রহী মানুষদের নিয়ে শুরু হয় যোগ প্রশিক্ষণ৷ প্রশিক্ষক ছিলেন আচার্য তন্ময়ানন্দ অবধূত৷ ২রা এপ্রিল বিকাল ২টায় অখণ্ড কীর্ত্তন শেষে সমবেত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায়ের পর বক্তব্য রাখেন মার্গের বর্ষীয়ান সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি তার বক্তব্যে আনন্দমূর্ত্তিজীর আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কোচবিহার ধর্ম মহাসম্মেলন কমিটির পক্ষে আচার্য তন্ময়ানন্দ অবধূত,কোচবিহার জেলার জেনারেল ভূক্তিপ্রধান বাসুদেব মল্লিক, আচার্য শুভদীপানন্দ অবধূত, আচার্য ব্রজকৃষ্ণানন্দ অবধূত, আচার্য কৃষ্ণধ্যানানন্দ অবধূত, অঞ্জন রায়,সুশান্ত রায়, বিকাশ বর্মন ও অন্যান্য প্রমূখ৷