আদর্শ সমাজ ঘটনের দিশা দেখাতে দিকে দিকে আলোচনা সভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিপুল উৎসাহ ও উদ্দীপনার  সঙ্গে ডায়োসিস, ডিট ও ব্লকস্তরের রাজ্য ও জেলাভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ মানুষ সভ্যতার যতই বড়াই করুন৷ বিজ্ঞান তার অগ্রগতি নিয়ে যতই গর্ব করুক একটা আদর্শ সমাজ আজও ঘটিত হয়নি৷ আনন্দমার্গের সর্বানুুসূ্যত জীবনদর্শন সেই আদর্শ সমাজ ঘটনের  সঠিক দিশা দেখিয়েছে৷ সেই জীবনদর্শনের উপর আলোকপাত করতেই বিভিন্নস্তরে  আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে৷

আনন্দমার্গ দর্শনের  মূলকথা বস্তু জগতের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে জীবনের পরম লক্ষ্যের পানে এগিয়ে চলা৷ জীবনের পরমলক্ষ্য কি ও সেই পথে চলার উপায় কি- এ বিষয়  বিস্তারিত জানাতে এবার আলোচ্য বিষয় ছিল -‘আনন্দ প্রাপ্তির পথ’৷ আদর্শ মানুষ ও তার দোষ গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনার বিষয় ছিল ‘ষড়দোষ পুরুষে নেহ হন্তরাঃ মানুষের জীবনে  আছে তার সামাজিক দিক,সামাজিক মর্যাদা আর রয়েছে মানবিক মূল্যবোধ৷ মানুষ তার স্বার্থ চরিতার্থ করতে কেবল সামাজিক মর্যাদাকেই সম্মান করেছে৷ মানবিক মূল্যবোধকে কখনই মর্যাদা দেয় নি৷ এ বিষয়ে সঠিক পথ নির্দেশনা দিতেই আলোচ্য বিষয় ছিল ‘সামাজিক মূল্য  ও মানবিক মৌলনীতি’৷ আদর্শ সমাজ ও রাষ্ট্রের অন্যতম উপাদান---আদর্শ সংবিধান৷ সেই আর্দশ সংবিধান কেমন হওয়া উচিত এ বিষয়ে  বিশেষভাবে জানাতেই আলোচ্য বিষয়--- ‘আদর্শ সংবিধান কেমন হওয়া উচিত৷’

পুরুলিয়ায় সেমিনার ঃ পুরুলিয়া আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের উপরোক্ত বিষয়গুলির ওপর দুদিনব্যাপি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় আনন্দমার্গ দর্শনের বিষয়গুলির উপর আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষক আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত৷ সভার আয়োজন করেন ডায়োসিস সচিব আচার্য কৃতাত্মানন্দ অবধূত ৷ প্রায় শতাধিক মার্গী ভাইবোন ও স্থানীয় মানুষ এই আলোচনা সভায় যোগ দেন৷

আলিপুরদুয়ার ঃ সেমিনার আলিপুরদুয়ার ডায়োসিস স্তরের সেমিনার অনুষ্ঠিত হয় ১২, ১৩,১৪ই জুলাই শোভাগঞ্জ আনন্দমার্গ স্কুলে ৷ সেমিনারের আয়োজক ছিলেন আচার্য ভবরঞ্জন ব্রহ্মচারী  ও ডি.এস.এল অবধূতিকা আনন্দ নবীনা আচার্যা দিদি ও জলপাইগুড়িতে প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ আর সহ প্রশিক্ষক অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷ সেমিনার গুলো আয়োজন করেন ডায়োসিস সেক্রেটারী  ও ডায়োসিস সেক্রেটারী (আনন্দমার্গ মহিলাকল্যাণ বিভাগ) ৷

বনগাঁ ঃ বনগাঁ আনন্দমার্গ স্কুলে ২৭ ও ২৮শে জুলাই একই ধরণের সেমিনার অনুষ্ঠিত হয়৷ এখানে প্রশিক্ষক হিসেবে ছিলেন---আচার্য পরিতোষানন্দ অবধূত ও আচার্য সর্বানন্দ অবধূত৷ আলোচনা শেষে মার্গীদের দায়িত্ব ও কর্ত্তব্যের ওপর বক্তব্য রাখেন আচার্য সুদীপানন্দ অবধূত৷ সেমিনারটি পরিচালনার দায়িত্বে ছিলেন কৃষ্ণনগরের ডায়োসিস সেক্রেটারী  আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত৷

কৃষাণগঞ্জ ঃ গত ২৭ ও ২৮শে জুলাই কৃষাণগঞ্জে ডিট লেবেল সেমিনার অনুষ্ঠিত হয় ঠাকুরগঞ্জ আনন্দমার্গস্কুলে৷ উক্ত সেমিনারে প্রায় শতাধিক মার্গীভাইবোনেরা উপস্থিত ছিলেন৷

কালনা ঃ বর্ধমানে কালনা আনন্দমার্গ স্কুলে ডিট লেবেল সেমিনার অনুষ্ঠিত হয়৷ উক্ত সেমিনারে প্রায় ৫০জন মার্গী ভাইবোন উপস্থিত ছিলেন৷

নৈহাটী ঃ গত ২৭ ও ২৮শে জুলাই নৈহাটী আনন্দমার্গ স্কুলে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এখানে আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, শ্রী মোহন অধিকারী ও জয়ন্ত দাশ বক্তব্য রাখেন৷ উপস্থিত ছিলেন প্রায় একশ’ মার্গী ভাইবোন৷