আধার কার্ডের সময়সীমা বাড়ল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

সম্প্রতি সংবাদে প্রকাশ যে, ৩১শে মার্চের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউণ্টে প্যান কার্ড বা সিম কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ না করলেও চলবে৷ সম্প্রতি আধার মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে৷ সুপ্রিম কোর্টের রায় দানের সময় পর্যন্ত আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হয়েছে৷

প্রকাশ থাকে যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউণ্ট খুলতে তৎকাল পাসপোর্টের আবেদনে আধার লাগবে৷ আধার না থাকলে আধার কার্ডের আবেদন করার আবেদন পত্রের সংখ্যা দিলেই হবে৷

এছাড়া সমস্ত রকম সরকারী আর্থিক সুবিধা, স্কলারশিপ, ভাতা, ভর্তুকি ইত্যাদি পাবার কারণে আধার একান্ত প্রয়োজন৷ একাজে প্রয়োজনীয় ব্যাঙ্ক এ্যাকাউণ্টে আ’ধার কার্ডের নম্বর তো জুড়তেই হবে৷