সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আধারের জন্যে আর চাপ দেওয়া চলবে না৷ সরকারী সাহায্য প্রকল্প ছাড়া আধার বাধ্যতামূলক নয়৷ আগে সুপ্রিমকোর্টে এই রায় দিয়েছিল৷ বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভাও সিদ্ধান্ত নিয়েছে, সর্বক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করা চলবে না৷ এ নিয়ে জোর করলে ১ কোটি টারা পর্যন্ত জরিমানা হতে পারে৷