রাজ্যের মুখ্যমন্ত্রী আধার কার্ড বাতিলের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়েছেন৷ এই নিয়ে ১৯শে ফেব্রুয়ারী প্রধানমন্ত্রীকে কড়া চিঠিও লেখেন৷ কিন্তু এরই মধ্যে রাজ্যের আধার কার্ড বাতিল হওয়া বেশ কিছু ব্যষ্টির কাছে বার্র্ত আসে আধার আপডেট হওয়ার৷ ৭২ ঘন্টার পরeaadhar.uidai.gov in থেকে আধার ডাউনলোড করা যাবে৷
কোন কারণ না দেখিয়ে আধার বাতিলের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ও মুখ্যমন্ত্রীর কঠোর মনভাবে বিজেপির রাজ্য নেতারা দিশেহারা হয়ে এক একজন একরকম মন্তব্য করতে থাকেন৷ সামনে লোকসভা নির্বাচন৷ বিপদ বুঝে পিছু হটলো কেন্দ্রীয় সরকার৷ আধার নিয়ে এই হঠকারিতার কোন কারণ কারো কাছেই বোধগম্য নয়৷ আধার কার্ড নিষ্ক্রিয় বা সক্রিয় করতে হলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা প্রয়োজন৷ প্রয়োজনীয় পরিচয় পত্র বা তথ্য না থাকলে তবেই আধার বাতিল করা যায়৷ কিন্তু এক্ষেত্রে তথ্য যাচাই না করেই আধার বাতিল করা সক্রিয় করা হয়েছে৷ সমগ্র প্রক্রিয়াটাই আধারের ব্যাঙ্গালোরের ডেটাবেস থেকে করা হয়েছে৷ বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের দাবী ও অসার৷ তাঁর দাবী ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের পর যারা এদেশে এসেছে তাদের আধার বাতিল হচ্ছে৷ কিন্তু আধার যাদের বাতিল হয়েছে তারা ২০০০ সালের অনেক আগেই এদেশের বাসিন্দা হয়ে জন্মেছে
‘আমরা বাঙালী’ কেন্দ্রীয় অনুষ্ঠান মঞ্চে শহীদ বেদীতে ভাষা শহীদদের উদ্দেশে পুষ্পার্ঘ অর্পন করেন আমরা বাঙালীর উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব ও সদস্য-সদস্যাবৃন্দ৷ অনুষ্ঠানের শুরুতেই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ এরপর স্পান্দনিক গোষ্ঠীর সদস্য সদস্যাগণ ভাষা সম্পর্কিত প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ পথ সভায় নেতৃবৃন্দ ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন৷