গত ২৬,২৭,২৮শে জানুয়ারী বাঁকুড়া জেলার দুর্লভপুর আনন্দমার্গ স্কুলে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তিনদিনের এই আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল---আদর্শ মানুষের জীবনচর্চা কেমন হওয়া উচিত, বুদ্ধির মুক্তি, প্রত্যাহার যোগ ও পরমাগতি, পাপস্য কারণত্রয়ম্৷
আলোচনা সভায় মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন আচার্য কৃষ্ণপ্রসুনানন্দ অবধূত, আচার্য বিশ্বজ্ঞানানন্দ অবধূত৷
আদর্শ মানুষের জীবনচর্চা বিষয়ে আলোচনার মুখ্য বক্তব্য ছিল--- মানব জীবনের একমাত্র লক্ষ্য পরমপুরুষ৷ তাই তার সমগ্র জীবনচর্যা জুড়েই থাকবে এই লক্ষ্য৷ মানব জীবনের সমস্ত কর্মই এই লক্ষ্যের দিকে তাকিয়ে করতে হবে৷ এটাই মানব জীবনেরএকমাত্র আদর্শ৷ প্রত্যাহার যোগ আলোচনার মূল কথা বস্তুতান্ত্রিকতা থেকে মানুষের মনের সমস্ত বৃত্তিকে প্রত্যাহার করে শান্তাত্মায় মিশিয়ে দিতে হবে৷ তবেই মানুষ জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারবে৷
বুদ্ধির মুক্তি প্রসঙ্গে আলোচনায় বলা হয় মানুষের মাথায় নানা ধরণের কু-যুক্তি, অন্ধবিশ্বাস ঢুকিয়ে দিয়ে বুদ্ধির বিকাশ রুদ্ধ করে দেওয়া হয়েছে৷ মানুষকে ভাবজড়তায় আবদ্ধ করে রাখা হয়েছে৷ কিন্তু মানুষের বুদ্ধির বিকাশ হোক এটাই পরমপুরুষের এষণা৷ তাই মানুষকে এই ভাবজড়তার বিরুদ্ধে সংগ্রাম করেই বৃহতের পাণে এগিয়ে চলতে হবে৷
পাপের মুখ্য তিনটি কারণ নিয়ে আলোচনায় বলা হয় ভৌতিক ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয় সামগ্রীর অভাব, অতি সঞ্চিত ভৌতিক ও মানসিক আভোগের অব্যবহার ও সর্বাত্মক গতিহীনতা৷ মানুষকে এর বিরুদ্ধেও সংগ্রাম করে একটা সুসন্তুলিত আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে৷ যাতে প্রতিটি মানুষ তার প্রয়োজনীয় সামগ্রীর জোগাড় করতে পারে৷ তবেই মানবতা বাঁচবে৷
সম্মেলনের দ্বিতীয় দিন অপরাহ্ণে একটি শোভাযাত্রা দুর্লভপুর বাজার পরিক্রমা করে ও একটি প্রকাশ্যসভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় বক্তব্য রাখেন শুভেন্দু ঘোষ, অবধূতিকা আনন্দমুক্তিপ্রেমা আচার্যা, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত, আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত প্রমুখ৷
আগরতলায় সেমিনার ঃগত ২৬,২৭,২৮শে জানুয়ারী ত্রিপুরা খোয়াই আনন্দমার্গ স্কুলে অনুরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ২৬ তারিখ সকালে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তনের পর আলোচনা সভার উদ্বোধন করেন মুখ্য প্রশিক্ষক আচার্য বিকাশানন্দ অবধূত৷
দিল্লী সেক্টরের হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের সিমোগায়, বিহারের হাজিপুরে ও ভুবনেশ্বর সার্কেল সহ দিল্লী সেক্টরের প্রতিটি সার্কেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷