আধ্যাত্মিক উন্নতির জন্যে নাম-সংকীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৭শে জানুয়ারি, ২০২৫ চিৎমু নিবাসী সীতারাম গরাঞের বাসভবনে মানসিক ইচ্ছা, শান্তি ও আধ্যাত্মিক উন্নতির লক্ষ্যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার অখণ্ড ‘বাবা নাম কেবলম’ নাম সংকীর্তন ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আধ্যাত্মিক জ্ঞান ও শান্তির অভিজ্ঞতা লাভ করেন, যা তাঁদের মন ও আত্মাকে সমৃদ্ধ ও উচ্চতর স্তরে নিয়ে যায়৷