বহুদিন আলোচিত হবার পর শেষ মুহূর্তে আয়োজনের লড়াই থেকে অষ্ট্রেলিয়া নাম তুলে নেওয়ায় সৌদি আরবের সামনে আর কোন প্রতিপক্ষ নেই৷ এবার অপেক্ষা শুধু সিলমোহরের৷ ১১ বছর পরে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে সৌদি৷ গত সেপ্ঢেম্বর মাসে আবেদন করেছিল সৌদি৷ ‘ভিশন ২০৩০’ নামে একটি প্রকল্প চালু করেছেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন৷ বিশ্বকাপ আয়োজনের সবপরিকাঠামো তার মধ্যে তৈরি করে ফেলতে চান তিনি৷ তার জন্য একটি আলাদা শহর তৈরি করতে চাইছেন সলমন৷ সেখানে গোটা বিশ্বকাপ আয়োজন করা হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি৷ তার জন্য বরাদ্দ করা হয়েছে ১কোটি টাকা৷
ব্রিটেনের এক সংবাদ মাধ্যম জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনের জন্য কড়াকড়িও কিছুটা শিথিল করতে চাইছে সৌদি আরব৷ বিশ্বের সমর্থকেরা যাতে সেখানে আসেন তারজন্যই এই পরিকল্পনা করা হয়েছে৷
গত কয়েক বছরে এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল দেশ হিসাবে উঠে এসেছে সৌদি আরব৷ কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে একমাত্র তারাই হারিয়েছে৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো তারকা সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন৷ পরে করিম বেঞ্জেমা, নেমারের মতো ফুটবলারেরাও সে দেশে গিয়েছেন৷ এবার বিশ্বকাপ আয়োজন করবে তারা৷ সেই লক্ষ্যেই এগোচ্ছে সৌদি আরব৷