গত তিন বছর আগের সেই ব্যর্থতার পর থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷ সেই প্রচেষ্টার পর প্রথম ধাপে সাফল্য এলো গত শুক্রবার৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের ‘লঞ্চিং প্যাড’ থেকে সফল উৎক্ষেপণ হল ‘চন্দ্রযান-৩’৷
কিন্তু চূড়ান্ত সাফল্যের জন্য পাড়ি দিতে হবে আরো অনেক পথ৷ যদি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ থেকে ল্যাডার বিক্রম সফল ভাবে চাঁদের মাটি ছুঁতে পারে ও তারপরে রোভার প্রজ্ঞানকে সঠিকভাবে অবতরণ করাতে পারে, তবে ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাস নতুন মাত্রা পাবে৷ সে ক্ষেত্রে গত এক দশকে চিনের পর আরও কোনও দেশের মহাকাশ যান সফলভাবে চাঁদে অবতরণের নজির গড়বে৷ আমেরিকা, রাশিয়া, চিনের পরে চতুর্থ দেশ হিসাবে তালিকায় ঠাঁই পাবে ভারত৷ আগামী ২৪শে আগষ্টের মধ্যে চাঁদের মাটি ছুঁতে পারবে চন্দ্রযান-৩-এর সৌরচালিত ল্যাণ্ডার৷ সেখান থেকে সৌরচালিত রোভার বেরিয়ে চাঁদের অভিযান৷