আগামী ৫ই জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকায় যাবে ভারত৷ প্রথম ম্যাচ ৫ জুন৷ তার আগে খুব বেশি সময় পাওয়া যাবে না৷ ফলে বিশ্বকাপের আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে ভারত৷ অন্যান্য বার তারা অন্তত দুটি প্রস্তুতি ম্যাচ খেলে৷

কেন শুধু একটিই প্রস্তুতি ম্যাচ খেলা হবে তার কারণ জানা যায়নি৷ এক ওয়েবসাইটের দাবি, ম্যাচটি হবে নিউ ইয়র্কেই৷ বিশ্বকাপের আয়োজক আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ চেয়েছিল ভারত ফ্লোরিডায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলুক৷

কিন্তু আইপিএলে খেলা ক্লান্ত এবং বিধবস্ত ক্রিকেটারেরা চাননি স্রেফ একটি ম্যাচ খেলার জন্য ফ্লোরিডায় গিয়ে আবার ফিরে আসতে৷ তাই নিউ ইয়র্কেই ম্যাচ রাখা হচ্ছে৷

কাদের বিরুদ্ধে ম্যাচ এবং কবে হবে, তা এখনও জানা যায়নি৷ আইসিসির-র দাবি, দ্রুত সেই সূচি প্রকাশ করা হবে৷ ভারতের প্রস্তুতি ম্যাচ নিয়ে বাণিজ্যিক কারণে বরাবরই আগ্রহ বেশি থাকে৷ এ বারও সেই সুযোগ ছাড়া হচ্ছে না৷

পাকিস্তান এবং ইংল্যান্ড বাদে বাকি প্রায় সব দলই অন্তত দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে৷ পাকিস্তান-ইংল্যান্ড নিজেদের মধ্যে সিরিজ খেলবে৷ ফলে দু’টি প্রস্তুতি ম্যাচের সময় পাওয়া যাবে না৷ এ দিকে, প্রথম ঠিক ছিল ভারতীয় দল ২১ মে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবে৷ এখন জানা গিয়েছে, ২৫ এবং ২৬ মে দু’টি বিভাগে দল নিউ ইয়র্কে যাবে৷ ফাইনালে খেলা ক্রিকেটারেরা কিছু দিন পরে যাবেন৷