আগামী বছর থেকে পাসওয়ার্ড মুক্ত গুগল ---জানাল গুগল অধিকর্র্তরা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ই-মেল, ফেসবুক এগুলি ব্যবহার করতে হলে রীতিমত পাসওয়ার্ড দিতে হয়৷ কিন্তু এরফলে বহু ভোগান্তির  সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ৷ কারণ বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানুষ ভুলে যান নিজের এ্যাকাউন্টের পাসওয়ার্ড আর তারপর সেই পুরনো এ্যাকাউন্টটিকে নূতন করে খুলতে পারেন না৷ ফিরে যেতে পারেন না নিজের পুরনো এ্যাকাউন্টে৷ এ সমস্ত দিক বিবেচনা করে পাসওয়ার্ড সমস্যা নিয়ে মুশকিল আসান করতে চলেছে গুগল৷ তারা জানান যে ---আপনার যদি গুগল এ্যাকাউন্ট থাকে তাহলে আগামী দিনে আর পাসওয়ার্ড না দিলেও আপনার এ্যাকাউন্টটি সক্রীয় থাকবে ও আপনি সেটি ব্যবহার করতে পারবেন  বিনা পাসওয়ার্ডের মাধ্যমে৷  সম্প্রতি এই পরিকল্পনা গ্রহণ করেছেন  গুগল অধিকর্তারা৷ গত ১১ই মে,২৩ বিশ্ব পাসওয়ার্ড দিবস উদ্‌যাপন করা হয় ৷ কিন্তু হয়তো পরের বছর থেকে এই দিনটি পালন করতে হবে না গুগল ব্যবহারকারীদের৷ আর পাসওয়ার্ড ভুলে যাওয়ার ভোগান্তির সম্মুখীন হতে হবে না৷ কিন্তু প্রশ্ণ হল পাসওয়ার্ড যদি ব্যবহার না করা হয় তাহলে কিভাবে সুরক্ষিত থাকবে এ্যাকাউন্টগুলো৷ সেটার বিষয় জানিয়েছেন গুগলের অধিকর্তারা৷ তারা জানান--- পাসওয়ার্ডের বদলে ব্যবহার করা হবে ‘পাস কী’ অর্থাৎ পাস কী’ থাকলে  সহজেই এ্যাকাউন্ট খোলা যাবে৷ কিন্তু কিভাবে কাজ করবে এই ‘পাস কী’? গুগল জানিয়েছে--- এ্যাকাউন্টটি লগ ইন করার সময় ‘ইউজার নেম’ দিতে হবে৷ তারপর পাসওয়ার্ডের বদলে ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপ দিতে হবে৷ যার সাহায্যে ‘আনলক’ করা যাবে৷ এই মুহূর্তে অনেক স্মার্টফোনেই ‘ফিঙ্গার প্রিন্ট’-এর সুবিধা রয়েছে ফলে প্রযুক্তি নির্ভরদের জন্য এই পদ্ধতি নতুন নয়৷