আগামী বছর ইউরো কাপ থেকে উঠে যাবে ‘হ্যাণ্ড অফ গড’ গোল যেটা ইংল্যাণ্ডের বিরুদ্ধে মারাদোনা ও মেসিরা করেছিলেন মেসি৷ রেফারির চোখ এড়িয়ে পায়ের বদলে হাতের কাজ এবার থেকে বন্ধ হতে চলেছে৷ হাত দিয়ে বল ছুঁলেই বুঝে যাবেন রেফারি৷ ইচ্ছা করে এই কাজ করলে শাস্তিও হতে পারে ফুটবলারদের৷
ইউরোপীয় ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা জানিয়েছে, ইউরো কাপে যে বল ব্যবহার করা হবে তাতে একটি বিশেষ মাইক্রোচিপ লাগানো থাকবে, সেই চিপ-এর মাধ্যমে সব খবর পৌছে যাবে ভিডিয়ো এ্যাসিস্টেন্টের কাছে, আর সেই খবর সে পৌঁছে দেবে রেফারির কাছে, তাই চালাকির কোন পথ নেই৷ এই চিপ এর মাধ্যমে জানা যাবে ফুটবলে ফুটবলারের শরীরের কোন অংশে বল লাগছে৷
ইউরো কাপে যে ফুটবলে খেলা হবে তার নাম ‘ফুসবলিয়েবে’৷ এই কথার বাংলা মানে হল ‘ফুটবলের প্রতি ভালবাসা’৷ বলের মধ্যে একটি ‘লিম্ব ট্র্যাকিং টেকনোলজি’ থাকবে৷ তার মাধ্যমে প্লেয়ারদের শরীরের ৩ডি ভিজুয়াল ছবি ভেসে উঠবে স্ক্রিনে৷ সেখানে বোঝা যাবে, শরীরের কোন অংশ হল লেগেছে৷ যদিও কোনও ফুটবলারের হাতে বলা লাগে তা হলে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারবেন ভিডিয়ো এ্যাসিন্টেন্ট রেফারি৷ তিনি সেই বার্র্ত পাঠিয়ে দেবেন রেফারিকে৷ সেটা অনুযায়ী ব্যবস্থা নেবেন রেফারি৷ এছাড়া অফসাইডের ক্ষেত্রেও সুবিধা করে দেবে এই প্রযুক্তি৷ ঠিক কোন সময়ে বল শরীরের কোনও অংশে লেগেছে তা বোঝা যাবে৷ ফলে অফসাইডের ক্ষেত্রে কোন দলের ফুটবলার আগে বল ছুঁয়েছেন তা বুঝতে পারলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে৷ গতবার বিশ্বকাপের সময়ও অফসাইডের ক্ষেত্রে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল৷