আগামী জুন মাসে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনপর্বে চূড়ান্ত ট্রায়াল

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী জুন মাসে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন আরও এক ভারতীয় ক্রীড়াবিদ৷ অ্যাথলেটিক্সের ২০ কিলোমিটার হাঁটার ইভেন্টে আগামী অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন রাম বাবু৷ স্লোভাকিয়ায় আয়োজিত একটি প্রতিযোগিতায় জীবনের সেরা সময় করে প্যারিসের ছাড়পত্র পেয়েছেন তিনি৷ যদিও তাঁর অলিম্পিক্সে অংশগ্রহণ নিশ্চিত নয়৷ কারণ এই ইভেন্টে ভারতের আরও ছ’জন যোগ্যতা অর্জন করেছেন৷ অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্য ১ ঘণ্টা ২০ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে প্রতিযোগিতা শেষ করতে হত৷ রাম ১ ঘণ্টা ২০ মিনিট সময় হাঁটা শেষ করে তৃতীয় হয়েছেন৷ ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে স্লোভাকিয়ার ডুনিস্কা ৫০ মিটে পজক জিতলেন তিনি৷ গত এশিয়ান গেমসেও ৩৫ কিলোমিটার হাঁটায় ব্রোঞ্জ পদক পেয়েছিলেন রাম৷ স্লোভাকিয়ায় প্রথম হয়েছেন পেরুর সিজার রড্রিগেজ৷ তিনি ১ ঘণ্টা ১৯ মিনিট ৪১ সেকেন্ডে হাঁটা শেষ করেছেন৷ দ্বিতীয় ইকুয়েডরের ব্রায়ান পিন্টাডো ১ ঘণ্টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড সময় নিয়েছেন৷ খেলোয়াড়জীবনের শুরুতে রাম ম্যারাথন দৌড়তেন৷ হাঁটুর চোটের জন্য ইভেন্ট পরিবর্তন করতে হয়েছিল তাঁকে৷ ২৪ বছরে রামকে নিয়ে ভারতের সাত জন পুরুষ অ্যাথলিট প্যারিস অলিম্পিক্সে নামার যোগ্যতা অর্জন করলেন৷ আগের ছ’জন হলেন আকাশদীপ সিংহ, সুরজ পানওয়ার, সার্ভিন সেবাস্তিয়ান, আশপ্রীত সিংহ, পরমজিৎ বিস্ত এবং বিকাশ সিংহ৷ তবে সাত জনই প্যারিসের ট্র্যাকে নামতে পারবেন না৷ অলিম্পিক্সের নিয়ম অনুযায়ী একটি দেশের সর্র্বেচ্চ তিন জন প্রতিযোগী একই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন৷ স্বভাবতই অলিম্পিক্সের দল ঘোষণার আগে এই সাত জনের মধ্যে জুন মাসে হবে চূড়ান্ত ট্রায়াল৷ প্রথম তিন জন সুযোগ পাবেন অলিম্পিক্সে যাওয়ার৷ মহিলাদের হাঁটায় এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন করেছেন ঝাড়খণ্ডের প্রিয়াঙ্কা গোস্বামী৷