জাতীয় দলের হয়ে ২০০৭-এর অনুধর্ব-১৭ বিশ্বকাপে খেলেছেন তিনি, ২০০৮-এ এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে খেলেছেন তিনি৷ এতক্ষণ যার কথা উল্লেখ করা হল তিনি আর কেউ নন তাজিকিস্তান জাতীয় দলের মিডফিল্ডার নুরিদ্দিন দাভরোনভ৷ ২০০৮-এ ভারতের সঙ্গে তাজিকিস্তান ম্যাচ যখন হয় তখন তিনিও খেলেছিলেন কিন্তু সেই ম্যাচে শেশে ভারত জয়ী হয়েছিল৷ জাতীয় দলের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলেছেন৷ মহমেডানও জানিয়েছে, দ্রুতই কলকাতায় আসবে এই ফুটবলার৷ আগামী মরসুমের আগে পর পর ফুটবলার সই করিয়ে যাচ্ছে মোহনবাগান৷ পাল্লা দিয়ে ফুটবলার নিয়োগ করছে মহমেডানও৷ বসে আছে শুধু ইষ্টবেঙ্গল৷ সম্প্রতি পল পোগবার ভাই ফ্লোরেন্টিনকে সই করিয়ে চমকে দিয়েছে মোহন বাগান৷ তার আগে সই করিয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলা ব্রেন্ডম হামিলকে৷ এবার মহমেডানেও খেলতে আসছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলা ফুটবলার দাভরোনভ৷ ‘তাজিকিস্তানের রোনাল্ডো’ বলে ডাকা হয় এই ফুটবলারকে৷ দাভরোনভ এই মূহূর্তে খেলেন তার দেশের ইস্তিকললের হয়ে৷ এ বছরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও তিনি খেলেছেন৷ গতবারও ইন্দোনেশিয়ার ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ রাশিয়ার লোকোমোটিভ মস্কোর যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার কেরিয়ার শুরু করেন এনার্জেটিক দুশানবে ক্লাবের হয়ে৷ এরপর দেশ ও বিদেশের একাধিক ক্লাবেও খেলেছেন৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়