আগামী টেস্ট ক্রিকেট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  উইকেট কিপার হিসেবে বাংলার ‘ঋদ্ধি’কেই চাইছেন---বিশ্বনাথ

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে উইকেটের পিছনে ঋসভ পন্থকে  আর আগামী টেস্ট সিরিজে দেখতে চান না  সদানন্দ  বিশ্বনাথ৷ তাই তিনি জানান , আগামী ২রা অক্টোবরের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে টেস্ট সিরিজ শুরু হবে সেই খেলাতে বাংলার ঋদ্ধিমান সাহাকে উইকেট কিপিং এর দেখতে চান৷ তিনি সংবাদ মাধ্যম কে জানিয়েছেন--- কোনো  সিনিয়র ক্রিকেটার চোট সারিয়ে ফিরে এলে  তাঁকে দলে আনা হবে৷ আমার তাই মনে হয় ঋদ্ধিমানের  আর একটা সুযোগপ্রাপ্য৷ জানি না কেন বা কবে নীতিতে বদল এসেছে৷ ওয়েস্ট ইন্ডিজে  দেখলাম  টেস্টে ঋসভ কিপিং করছে আর ঋদ্ধিমান বাইরে বসে রয়েছে৷ এটাতে আমি খুবই হতচকিত হয়েছি৷ কারণ অজিঙ্ক রাহানে চোট সারিয়ে   দলে ঢুকে পড়লো  আর ঋদ্ধি এখনো ঢুকতে পারল এটা যে কোন হচ্ছে তার জবাব আমি আমি খুঁজে  পায়নি৷’’

 ঋদ্ধির যে সুযোগ প্রাপ্য এটা নিয়ে কোন সন্দেহ নেই৷ এছাড়া তিনি আরও জানান --- ‘‘ উপমহাদেশে কিপিং সবময়ই চ্যালেঞ্জিং৷ কিপারকে টেকনিক্যালী দক্ষ থাকতেই হবে৷ মারাত্মক ফিট ও তৎপর হতে হবে৷  ঋদ্ধিকে ঋসভের থেকে বেশি দক্ষ বলে মনে হয়ে আমার৷ ‘আমার মতে একজন কিপারের ব্যাটিং বরাবরই বোনাস৷ তাছাড়া টেস্ট খেলাতে স্পেশ্যালিস্ট লাগবেই , স্টপগ্যাপ কিপার চলবে না৷  এখন তাই সমস্ত  আন্তর্জাতিক দলই বিশেষজ্ঞ কিপার খেলাচ্ছে৷ আবার এটাও ঠিক যে ব্যাটিং বেটার হলে একটা সুবিধা থেকেই যায়৷ কিন্তু ব্যাটসম্যান হিসেবে লড়াকু  আক ঋদ্ধি  ওপেনার হিসেবেও ভাল  সাত বা আট নম্বরে তাই দ্বিতীয় নতুন বল খেলার ক্ষমতাও ধরে৷’

এছাড়া টেস্ট ক্রিকেটে ৪৪.৩৫ গড়ে ৭৫৪ রান রয়েছে ঋসভ পন্থের৷ কিন্তু  ঋদ্ধিমান সাহার রেকর্ড কিন্তু একেবারে খারাপ নয়, ৩০.৬৩ গড়ে ১১৬৪  রানের মধ্যে তিনটি সেঞ্চুরি রয়েছে৷  ভাল কিপার তো বটেই, ভাল ব্যাটসম্যান হিসেবেও একমাত্র ঋদ্ধির ওপরেই ভরসা রাখছেন বিশ্বনাথ৷