আগামী টেস্টসিরিজে খেলতে পারবেন ঋদ্ধিমান সাহা

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

এ বছরে আই.পি.এলের মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে দারুণ চোট পান ঋদ্ধিমান সাহা৷  কিন্তু এবারের আই.পি.এলে তিনি তার খেলার প্রতিভাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন৷ মূলতঃ  তিনি এমন খেলেছেন তার জন্য কলকাতার মত দলকে ফিরে আসতে হয়েছিল৷ কিন্তু চোটের কারণে তিনি বাকী ম্যাচ আর খেলতে পারেন নি৷ এবার তাকে ডিসেম্বর মাসে আয়োজিত অস্ট্রেলিয়ার সফরে নিয়ে যাওয়া হবে কি না তা নিয়ে খুবই সংষয় ছিল বোর্ডের, কারণ ডাক্তার তাকে একমাস সময়ে দিয়েছিল সুস্থ হওয়ার জন্য৷  তাছাড়া ঋদ্ধি এখন ভারতীয় দলের টেস্ট ম্যাচের জন্য এক নম্বর কিপার৷ তাই চোট পাওয়া সত্ত্বেও ঋদ্ধিকে অস্ট্রেলিয়া সফরে নিয়ে যান বিরাট৷ ফিজিয়োর চিকিৎসায়  থেকে তিনি দ্রুত মাঠে  ফিরে এলেন৷ টেস্ট সিরিজ শুরু হবে ১৭ই ডিসেম্বর থেকে৷ তাই ঋদ্ধি  সম্পূর্ণ সুস্থতায় ফিরতে এখনও বেশ কয়েক দিন হাতে পাচ্ছেন৷ এর আগে ২৭শে নভেম্বর থেকে শুরু হচ্ছে তিনম্যাচের ওয়ান ডে সিরিজ৷ তার পরেই টি-টোয়েন্টি সিরিজ রয়েছে৷ দু’মাসের এই সফর শেষ হবে চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে৷ 

উইকেটের পিছনে ‘সুপারম্যান’ নামে আখ্যা পেয়েছেন ঋদ্ধি তাঁর ক্রীড়া প্রতিভার জন্য৷ বর্তমানে যখন তিনি অনেক দিন নেটে প্র্যাকটিস করতে নামলেন তখন তার প্র্যাকটিসের চিত্র দেখে বোর্ড তাই আশা রাখছে করছে যে আগামী ম্যাচ গুলিতে ঋদ্ধি  খেলতে পারবে৷ ১৭ই ডিসেম্বরের টেস্ট ম্যাচের অনেক আগেই সুস্থ হয়ে ঋদ্ধির ফিরে আসার আশা অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷