আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বিশ্বকাপ ফাইনালে বড় ব্যর্থতার পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একটি বৈঠক করেন বোর্ড কর্তারা৷ সেখানে বহু কড়া প্রশ্ণ বাণেরও সম্মুখীন হতে হয়েছে তাদের৷ শেষে পাল্টা জিজ্ঞাসা করেন রোহিত শর্মা সরাসরি  আপনাদের আগামী দিনের পরিকল্পনা কি? তিনি বলেন--- টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী বছরের ৪ঠা জুন, আমাকে সেই দলের অধিনায়ক রাখা হবে কি না৷ তা হলে সেই মতো  প্রস্তুতি শুরু করবো৷ হাতে এখনও ছ মাস আছে৷’’

তার প্রত্যুত্তরে বোর্ডকর্র্তরা জানান, যে পরের বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে নেতৃত্বে রাখা হবে অধিনায়ক হিসেবে৷ দ্রাবিড় ও নির্বাচকেরা যারাই বৈঠকে উপস্থিত ছিলেন তাঁরাই একবাক্যে রোহিতের নেতৃত্বের প্রতি সমর্থন জানান৷ তাঁরা বলে দেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই যোগ্যতম ব্যক্তি৷ এমনকি নির্বাচকেরা তাঁকে অনুরোধ করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলেও সিরিজেও খেলতে৷ কিন্তু রোহিত রাজি হননি৷ তিনি নির্বাচকদের কাছে আরও একটু সময় চেয়ে নেন৷ নির্বাচকেরা তাতে অনুমতিও দিয়েছেন৷