গত ২৪,২৫ ও ২৬শে জানুয়ারী,২০২৫ কলকাতা সার্কেলে টাটা ডায়োসিসে চাকুলিয়া আনন্দমার্গ স্কুলে ও শিলং সার্কেলে আগরতলা ডায়োসিসে তেলিয়ামুড়া আনন্দমার্গ হাইস্কুলে তিনদিনের একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনাসভায় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের ওপর আলোচনা করা হয়৷ বর্তমান সামাজিক অর্থনৈতিক দুরাবস্থায় ও রাজনৈতিক অস্থিরতায় মানুষের কাছে আনন্দমার্গ জীবনাদর্শের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে৷ তাই সাংঘটনিক বিষয়ে আলোচনায় মানুষের কাছে আনন্দমার্গের জীবনাদর্শ পৌঁছে দিতে পরবর্তী পঞ্চায়েত স্তর পর্যন্ত আলোচনা সভার কর্মসূচী নেওয়া হয়৷ তিন দিনের এই আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল তন্ত্র ও সাধনা চতুবর্গ ও ভক্তি, প্রাউটের অর্থনীতি ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য, আমাদের সমাজ শাস্ত্র৷
তিনদিনের এই আলোচনা সভায় আগরতলা ডায়োসিসের সমস্ত মার্গী ভাইবোনেরা তেলিয়ামুড়া হাইস্কুলের সেমিনারে অংশ গ্রহণ করেন৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য দীপাঞ্জনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা৷ সেমিনারের আয়োজন করেন আচার্য সুপ্রভানন্দ অবধূত, আগরতলা ডায়োসিস সচিব আচার্য কৃতাত্মানন্দ অবধূত, খোয়াই ভুক্তিপ্রধান মনোরঞ্জন গোপ৷ তাদের সহযোগিতা করেন তেলিয়ামুড়া স্কুলের শিক্ষকবৃন্দ ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷ গত ২৫শে জানুয়ারী অপরাহ্ণে তেলিয়ামুড়া শহরে একটি বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে মাস্টার দা সূর্যসেন মোড়ে সমবেত হয়৷ সেখানে এক সভায় বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ সভায় সভাপতিত্ব করেন প্রবীন আনন্দমার্গী দানীশ পাল৷
টাটানগর ডায়োসিসে সেমিনারে প্রশিক্ষক ছিলেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত৷ সেমিনার সংঘঠিত করেন টাটানগর ডায়োসিস সচিব আচার্য শান্তশিবানন্দ অবধূত৷ সহযোগিতায় ছিলেন ডায়োসিসের কর্মীবৃন্দ৷ টাটানগর, মুরি, মেদিনীপুর ও বাঁকুড়া ডায়োসিসের মার্গী ভাই বোনেরা অংশগ্রহণ করেন৷ তিনদিনের সেমিনারে তৃতীয় দিন ২৬শে জানুয়ারী চাকুলিয়া শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে৷ শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে আনন্দমার্গ দর্শনে সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক, শিল্প সাহিত্য সংস্কৃতি প্রভৃতি বিষয়গুলি তুলে ধরে প্রচার করা হয়৷ আলোচনা সভায় আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, আনন্দমার্গ দর্শনের উল্লিখিত বিষয়ের ওপর মনোজ্ঞ আলোচনা করেন৷ শেষ দিনে পরবর্তী স্তরের সেমিনার ও সাংঘটনিক কাঠামো নিয়ে আলোচনা হয়৷