আগরতলায় আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২,১৩,১৪ই জুলাই আগরতলা শহরে কলেজটিলা আনন্দমার্গ স্কুলে তিনদিনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তিনদিনের এই সভায় আলোচ্য বিষয় ছিল আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক তত্ত্বের উপর৷ বিষয়গুলি ছিল--- প্রমা, আন্তরিক শক্তির উৎস, বৃহতের আকর্ষণ ও সাধনা, অর্থনৈতিক গণতন্ত্র৷ ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলা থেকে পাঁচ শতাধিকের বেশী আনন্দমার্গী আলোচনায় অংশগ্রহণ করেন৷

আলোচনা সভায় প্রশিক্ষক ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কার্যালয় সচিব আচার্য সুধাক্ষরানন্দ অবধূত ও শিক্ষা সচিব আচার্য তথাগতানন্দ অবধূত৷ আচার্য তথাগতানন্দ আলোচনা করেন প্রমা ও আন্তরিক শক্তির উৎস৷

আচার্য সুধাক্ষরানন্দ আলোচনা করেন অর্থনৈতিক গণতন্ত্র ও বৃহতের আকর্ষণ ও সাধনা৷ উপস্থিত মার্গী ভাই বোনেরা গভীর মনোযোগ দিয়ে প্রশিক্ষকদের জ্ঞানগর্ভ আলোচনা শোণেন৷

তিনদিনের এই সভার প্রথম দিন সকালে তিন ঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর সেমিনারের সূচনায় সেমিনারের গুরুত্ব প্রয়োজনীয়তার কারণ ব্যাখ্যা করে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরার ভুক্তিপ্রধান রতন সাহা, আচার্য তথাগতানন্দ অবধূত, আচার্য সুধাক্ষরা অবধূত৷ তাত্ত্বিক আলোচনা ছাড়াও প্রত্যহ সমবেত কীর্ত্তন, সাধনা, প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়৷ দ্বিতীয় দিন অপরাহ্ণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে কামান চৌমাহানিতে সমবেত হয়৷ সেখানে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ তিনি বর্তমান সামাজিক অর্থনৈতিক বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করেন ও আনন্দমার্গ দর্শনের বাস্তবায়নের মাধ্যমে কিভাবে সকল সমস্যার সমাধান সম্ভব তার উল্লেখ করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডায়োসিস আচার্য কৃতাত্মানন্দ অবধূত, আচার্য বীতমোহানন্দ অবধূত আচার্য গুরুধ্যানানন্দ অবধূত ভুক্তিপ্রধান রতন সাহা ও স্থানীয় ইয়ূনিটের মার্গী ভাইবোনেরা৷