আগরতলায় বাঙালী ছাত্রযুবসমাজের ডেপুটেশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই জুলাই কয়েক দফা দাবীর ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয় বাঙালী ছাত্রযুব সমাজ৷ বাঙালী ছাত্র-যুব সমাজের সচিব বিপ্লব দাশ বলেন---১৯৭১ সালে বাংলাদেশে মুক্তি যুদ্ধের যে স্মৃতি আগরতলা শহরে পোষ্ট অফিস চৌমুহনিতে ছিল, ‘স্মার্ট সিটি গড়তে গিয়ে সেই স্মৃতি চিন্ন ভেঙে দেওয়া হয়৷ সেখানে যুদ্ধের স্মৃতি একটি ট্যাংক রাখা ছিল৷ সেটিও সরিয়ে ফেলা হয়৷ এর তীব্র বিরোধীতা করে ছাত্র যুব সমাজ৷ সমাজের  পক্ষ থেকে বলা হয় যদি পুনরায় সঠিকস্থানে শহীদ মিনার স্থাপন না করা হয় ছাত্রযুবসমাজ রাজ্যজুড়ে আন্দোলনে নামবে৷

ছাত্র যুব সমাজের দাবীগুলি ছিল---মুক্তিযুদ্ধের কামান ও শহীদ মিনার যথাস্থানে প্রতিষ্ঠা করা, নেতাজী, ক্ষুদিরামসহ বাঙালী মনীষীদের  মূর্ত্তি স্থাপন আগরতলা শহরের বিভিন্ন স্থানে, এডিসি এলাকা সহ সমস্ত ত্রিপুরা সাইনবোর্ড রাজভাষায় লেখা প্রভৃতি৷