অহিংসার বার্র্ত খাবারের থালায়

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

  বিশ্ব খাদ্য দিবসে ‘ভেগানস অব বেঙ্গল’ নামে একটি সংঘটন পশুহত্যা বন্ধের ডাক দিয়ে এক  অভিনব শান্তির বার্তা দিল খাবারের প্লেটের মাধ্যমে৷ বলা বাহুল্য তাদের এই খাবার পশু জাত খাবারের থেকে পুরোপুরি মুক্ত উদ্ভিজ খাবার৷ যারা শুধুমাত্র উদ্ভিজ খাবারের মাধ্যমে জীবন ধারন করেন তাদের বলা হয় ভেগান৷ ভেগানরা কোন পশুখাদ্য গ্রহণ বা পন্য ব্যবহার করেন না৷ ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্ত্বর থেকে শনিবার তারা রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্র্ত দিলেন---শুধু পোষ্যকে ভালবেসে তথাকথিত পশুপ্রেম না দেখিয়ে পরিবর্তে খাবারের জন্য পশুহত্যা  বন্ধ করতে হবে৷ উদ্ভিজ খাবার খেয়ে সুস্থ থাকবে মানুষ৷ কমবে বিশ্ব উষ্ণায়ন ও দূষন৷