আই লিগ ৩ জিতে নিল ডায়মন্ড হারবার এফসি

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আই লিগ ৩ জিতে নিল ডায়মন্ড হারবার এফসি৷ গত রবিবার নৈহাটি স্টেডিয়ামে চানমারি এফসি-কে ১-০ হারিয়ে ট্রফি জিতেছে তারা৷ মিডফিল্ডার রাঘর গুপ্তার একমাত্র গোলে জিতল ডায়মন্ড হারবার৷ দলের এই জয়ে খুশি হয়ে অভিনন্দন বার্তা পোস্ট করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

ম্যাচের ২৯ মিনিটে বাঁ পায়ের দূরপাল্লার শটে গোল করেন রাহুল৷ ম্যাচে আর গোল না হলেও ওই একটি গোলেই ফলাফল নির্ধারিত হয়ে যায়৷ টানা আট ম্যাচ জেতার পর থামতে হল চানমারিকে৷ তৃতীয় বারের প্রচেষ্টাতেই ট্রফি জিতল ডায়মন্ড হারবার৷ একই সঙ্গে পরের বছর আই লিগ ২-এ খেলার যোগ্যতা অর্জনও করল কিবু ভিকুনার দল৷ জাতীয় পর্যায়ে এটাই তাদের প্রথম ট্রফি৷ প্লে-অফের চারটি ম্যাচই জিতেছে তারা৷

ম্যাচের ফলাফল দেখে বোঝা না গেলেও পুরো সময়টা আধিপত্য ছিল ডায়মন্ড হারবারের৷ শুরু থেকে চানমারির উপর দাপট দেখিয়েছে তারা৷ ম্যাচে ৬৯ শতাংশ সময়ে বলের নিয়ন্ত্রণ ছিল ডায়মন্ড হারবারেরই৷ চানমারির অর্ধেই দাপিয়ে খেলেছে তারা৷ স্ট্রাইকার নরহরি শ্রেষ্ঠা একাধিক সুযোগ নষ্ট করেছেন৷ প্রতিযোগিতায় তাঁর আটটি গোল রয়েছে৷

তবে রাহুলকে দিয়ে গোল করিয়েছেন শ্রেষ্ঠাই৷ নিখুঁত পাসে গোল করান৷ ডায়মন্ড হারবার ছাড়াই আই লিগ ২-এর যোগ্যতা অর্জন করেছে চানমারি, কিনু লাইব্রেরি ও স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং স্যাট তিরুর৷

লেখেন, ‘‘চলতি মরসুমে ডায়মন্ড হারবারের অসাধারণ পারফরম্যান্স৷ আই লিগের তৃতীয় ডিভিশন জেতা এবং আই লিগের দ্বিতীয় ডিভিশনের যোগ্যতা অর্জন করার জন্য গোটা দলকে অনেক শুভেচ্ছা৷ ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠার যে স্বপ্ণ রয়েছে আমাদের, তার পাশে থাকার জন্য সকল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ৷’’