আইএসএল কাপের ফাইনালে সবুজ-মেরুন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে যুবভারতীতেই ফাইনাল খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট৷ সোমবার সবুজ-মেরুন জেতার সঙ্গে সঙ্গেই তা নিশ্চিত হয়ে গিয়েছিল৷ মঙ্গলবার সরকারি ভাবে ঘোষণা করলেন আইএসএল কর্তৃপক্ষ৷ নিয়ম অনুযায়ী, আইএসএল কাপ ফাইনালে যে দুই দল উঠবে, সেই দুই দলের মধ্যে লিগে যে দল এগিয়ে থাকবে, সেই দলের ঘরের মাঠে ফাইনাল হবে৷ আইএসএল লিগ জিতেছে মোহনবাগান৷ তারাই ফাইনালে উঠেছে৷ ফলে আইএসএল কাপের ফাইনাল মোহনবাগানের ঘরের মাঠ যুবভারতীতে৷ এ বারের আইএসএলে ঘরের মাঠে প্রায় অপ্রতিরোধ্য সবুজ-মেরুন৷ সোমবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে তারা যুবভারতীতেই ২-০ গোলে হারিয়ে দেয় জামশেদপুরকে৷ শেষ মুহূর্তে আপুইয়ার গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান৷ ফাইনালও ঘরের মাঠে হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাবে সবুজ-মেরুন৷ ঘরের মাঠে খেলা মানেই মোহনবাগানের চেনা পরিবেশ এবং মাঠভর্তি সমর্থক৷ লিগ জয়ের পর ঘরের মাঠে কাপ জিততেও মরিয়া হোসে মোলিনার দল৷ ১২ এপ্রিল, শনিবার যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান এবং বেঙ্গালুরু৷ এর আগে মুম্বই সিটি একই বছরে লিগ এবং কাপ জিতেছিল৷ মোহনবাগান এ বারে সেই কীর্তি গড়তে চাইবে৷