আইএস.এলের পর এবার সুপার কাপ অভিযানে মোহনবাগান

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

গত মার্চ মাসে প্রথম বার আই এস.এল জিতেছে মোহনবাগান৷ এরপরই সুপার কাপ অভিযানে যাত্রা শুরু মোহনবাগানের৷ গত শনিবার সকালে পুরোদমে অনুশীলন করেছে দল৷  গোকুলমে একটি ম্যাচ সোমবারে হয়েও গেছে৷ ১৪ই এপ্রিল ও ১৮ই এপ্রিল দুটি ম্যাচ হবে৷ মোহনবাগানের মতে তিনটি ম্যাচই ফাইনাল ম্যাচ৷

ব্রেন্ডন হ্যামিল ছাড়া সব ফুটবলারকেই সুপার কাপে পাওয়া যাবে৷ পুরোপুরি চোটমুক্ত তিনি৷ মাত্র আট দিনের অনুশীলনের পর সুপার কাপে খেলতে গেছে মোহনবাগান৷ তাতে অবশ্য কোন সমস্যা হবে বলে মনে করছেন না কোচ ফেরান্দো৷

ফেরান্দো জানিয়েছেন, ‘‘গোকুলম্‌ ছাড়া বাকি দুটো আইএসএল দলের বিরুদ্ধে খেলতে হবে আমাদের৷ জামশেদপুর ও গোয়া সম্পর্কে আমাদের ধারণা রয়েছে৷ যে কোনও দিন অঘটন ঘটাতে পারে৷ তাই যথেষ্ট কঠিন গ্রুপ রয়েছি আমরা৷ সব ম্যাচই ফাইনাল ধরে এগোতে চাই৷ মাত্রএকটা দল সেমিফাইনালে যাবে৷ বাকি দুটো ম্যাচেও অঙ্ক কষে খেলতে হবে৷’’

প্রায় পুরো দল না হলেও দলের কিছুছনের চোটের সমস্যা আছে৷  তিনি বলেছেন, ‘‘আশিক, মনবীররা এখনও পুরোপুরি চোটমুক্ত নয়৷ তবে সবাই অনুশীলন করেছে৷ আইএসএল জিতেছি মানেই সুপার কাপে বাড়তি সুবিধা এটা মনে করি না৷ আইএসএল জয় অতীত৷ এটা নতুন প্রতিযোগিতা, নতুন ফরম্যাট৷ তবে আইএসএল জেতার কারণে সাজঘরের অবস্থা অনেক ইতিবাচক৷’’