আই.লিগের ট্রফি উঠল মোহনবাগানের হাতে

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

করোনার জন্য এবারের আই.লিগ প্রায় মাঝপথেই থেমে গিয়েছিল বা থামিয়ে দেওয়া হয়েছিল৷ শেষের দিকে সব দলেবই প্রায় ৪-৫টি করে ম্যাচ বাকি ছিল৷ তখনও লিগ টেবিলে শীর্ষে ছিল মোহনবাগান, দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল৷ দুই ক্লাবই ১৬টি করে ম্যাচ খেয়েছিল৷ কিন্তু ইস্টবেঙ্গলের থেকে ১৬ পয়েন্ট এ এগিয়ে ছিল মোহনবাগান৷  তাই শেষ পর্যন্ত  তাদেরই লিগ জয়ী ঘোষণা করা হয়৷ কিন্তু ট্রফি হাতে পায়নি মোহনবাগান৷

গত ১৮ই  রবিবার বাইপাসের ধারে এক পাঁচতারা  হোটেলে মোহনবাগানের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেয় ফেডারেশন৷ সেই ট্রফি নিয়ে আবেগে উচ্ছাসে ভেসে যায় সারা কলকাতা শহর৷ শহরের বিভিন্ন মোড়ে স্টেজ তৈরী মোহনবাগানকে শুভেচ্ছা জানায় পুরো শহরবাসী৷ বাইকে ও ছোট ম্যাটাডোরে করে পুরো শহরে এক শোভাযাত্রা বের করা হয় শহরের রাস্তায় ও পুরো শহরে পরিক্রমা করা হয়৷ ২০১৫-র পর এবার আই.লিগ জিতল মোহনবাগান৷ ফলে সমর্থকদের আই লিগ জয়ের উন্মাদনা ছিল দেখার মতো৷

মোহনবাগানের ট্রফি জয়ের জন্য ট্যুইটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন  রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন--- এই ঐতিহাসিক মুহূর্তে মোহনবাগানের সমস্ত খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের শুভেচ্ছা জানাই৷