অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রামচন্দ্রপুর ঃ ঝাড়গ্রাম জেলার অন্তর্গত  রামচন্দ্রপুর আনন্দমার্গ আশ্রমে গত ৪ঠা আগষ্ট দুপুর  আড়াইটা  থেকে ৫ই আগষ্ট আড়াইটা পর্যন্ত  ২৪ ঘন্টাব্যাপী অখণ্ডকীর্ত্তন  অনুষ্ঠিত হয়৷  একই সঙ্গে  বিনামূল্যে দন্ত চিকিৎসা শিবির ও বৃক্ষরোপণ  অনুষ্ঠানের  আয়োজন  করা হয়৷ মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে  বহু আনন্দমার্গী  ও অন্যান্য ভক্তবৃন্দ এই অখণ্ড কীর্ত্তনে  যোগদান করেন৷  কীর্ত্তন, সমবেত  ধ্যান, গুরুপূজা ও স্বাধ্যায়ের  পর আনন্দমার্গের  আদর্শ ও ভক্তিতত্ত্ব নিয়ে  বক্তব্য রাখেন  আচার্য কাশীশ্বরানন্দ অবধূত  ও অবধূতিকা  আনন্দমধুপর্র্ণ আচার্যা৷  সবশেষে  সদাব্রত  অনুষ্ঠানে  পাঁচ  শতাধিক  ভক্তবৃন্দ  ও গ্রামবাসীর  মধ্যে  আনন্দআহার বিতরণ করা হয়৷ যাদের অক্লান্ত পরিশ্রম  ও সুদক্ষ পরিচালনায়  সমগ্র  অনুষ্ঠানটি  সাফল্যমণ্ডিত হয়েছিল  তাঁরা  হলেন  আচার্য কল্পনাথানন্দ অবধূত, আচার্য সুধাক্ষরানন্দ  অবধূত, ভগীরথ মাহাত  ও হীরক  মাহাত৷

কোচবিহার ঃ ২২ শে  জুলাই কোচবিহার  শহরের বিশিষ্ট  আনন্দমার্গী  শ্রী সুশান্ত  রায় ও শ্রীমতী রিক্তা রায়ের  বাসভবনে সকাল ৯টা থেকে  ১২ ঘন্টা পর্যন্ত অন্যান্য  অখণ্ডকীর্ত্তন  অনুষ্ঠিত  হয়৷ কোচবিহার জেলার  বহু  আনন্দমার্গী এই কীর্ত্তনে  যোগদান করেন৷