সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৪ঠা মার্চ আমতা ব্লকের উদ্যোগে সমরেন্দ্রনাথ ভৌমিকের বাসভবনে তিন ঘণ্টা বাবা নাম কেবলম অখণ্ড মহাসংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তনের অংশগ্রহণ করেন আনন্দ চিরমধুরা আচার্যা, সুপ্রিয়া ভৌমিক, শুভ্র ভৌমিক ও অনুষ্ঠানের শেসে কীর্ত্তনের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ াবধূত৷ অনুষ্ঠানের শেষে সুস্বাদু নিরামিশ ভোজে সকলকে আপ্যায়িত করা হয়৷