অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উত্তর ২৪ পরঘণা  জেলার, দূর্গানগরের বিশিষ্ট আনন্দমার্গী ও এই জেলার ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ বিশ্বাসের বাড়ীতে গত ৭ই ডিসেম্বর ছয় ঘণ্টা ব্যাপী অখণ্ড ‘বাবানাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ আচার্য প্রমথেশানন্দ অবধূতের পরিচালনায় অসংখ্য ভক্তদের উপস্থিতিতে এই কীর্ত্তন অনুষ্ঠানটি শ্রী সন্তোষ বিশ্বাসের গৃহে একটি আধ্যাত্মিক পরিমণ্ডলের সৃষ্টি করে৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, হরলাল হাজারী প্রমুখ৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তব্য পরিবেশন করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ কীর্ত্তন কেন করা হয ও কীর্ত্তনের উপযোগিতা বিষয়ে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা৷  শ্রী সন্তোষ বিশ্বাস সমাজে আনন্দমার্গের প্রয়োজনীয় সম্বন্ধে মূল্যবান বক্তব্য রাখেন৷ তিনি বেশ কয়েকজন বিশিষ্ট স্বার্থত্যাগী ব্যষ্টিদের দান-ধ্যানের কথা বলেন যা আজকের সমাজে বিশেষভাবে উদাহরণ হয়ে থাকবে তাঁদের সংক্ষিপ্ত পরিচয় দেন৷

এছাড়া এই অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ উপস্থিত সকলকেই দুই বেলা সুস্বাদু নিরামিষ প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷