অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কাটিয়া ঃ  ৩রা এপ্রিল কাটিয়া গ্রামে শ্রী মধু সিং ঘাটোয়ালের বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ নাম সংকীর্ত্তন ও নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়েছে৷

স্মৃতিসৌধে ঃ প্রতিমাসে তৃতীয় রবিবার বাবা স্মৃতি শৌধে তিনঘন্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ও মিলিত আহার ও নারায়ণসেবার সুসম্পন্ন হয়ে থাকে৷ আজ ১৭ই এপ্রিল,২০২২ নির্ধারিত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়৷

ঘাঘরা  ১০ই ও ১১ই এপ্রিল ঘাঘরা গ্রামে ২৪ ঘন্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ অনুষ্ঠিত হয়েছে৷ ১০ই এপ্রিল সন্ধ্যায় গ্রামের বহু মানুষ কীর্ত্তন শুণতে এসেছিলেন৷  ১১ই এপ্রিল ২২ নারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল৷