পূর্ব মেদিনীপুর ভুক্তিপ্রধান শ্রী সুভাষ প্রকাশ পালের পুত্র পার্থসারথির শুভ জন্মতিথি অনুষ্ঠান উপলক্ষ্যে ২৯শে জুন মহৎপুর ইয়ূনিটে তিনঘন্টা অখণ্ড‘াা নাম কেবলম্’ কীর্ত্তন ও তত্ত্ব সভা অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর পার্থসারথি গুরুজনদের আশীর্বাদ ও কণিষ্টদের শুভেচ্ছা গ্রহণ করেন৷ এরপর কীর্ত্তন ও আনন্দমার্গ আদর্শের ওপর বক্তব্য রাখেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা ও শুভেন্দু ঘোষ৷ কীর্ত্তন পরিবেশন করেন আচার্য প্রাণাধীষানন্দ অবধূত, মানস কালসার প্রমুখ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহৎপুরের ইয়ূনিট সেক্রেটারী শ্রী অনন্ত কুমার গোস্বামী৷
কাঁথি ঃ কাঁথি ইয়ূনিটের বিশিষ্ট আনন্দমার্গী দীপক প্রধানের নিজ বাসভবনে তিনঘন্টা অখণ্ড াা নাম কেবলম্ কীর্ত্তন অনুষ্ঠিত গত ১৪ই জুন৷ কাঁথির ডিট.এস আচার্য প্রাণাধীষানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ কর্মব্রতা আচার্যা সহ শতাধিক মার্গী ভাই বোন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ কীর্ত্তন শেষে কীর্ত্তনের মাহাত্য ও প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন --- শুভেন্দু ঘোষ, সোমা সিনহা্ ও অবধূতিকা আনন্দ কর্মব্রতা আচার্যা৷