সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
৯ই মে ঃ ওড়িশার অন্তর্গত ময়ূরভঞ্জ জেলার কুশমী ব্লকের নয়াগ্রামে আনন্দমার্গের ১২ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন ও তৎসহ দাতব্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷
অখণ্ড কীর্ত্তন পরিচালনা করেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত, সঙ্গে সহযোগিতা করেন যোগেশ্বর মাহাত৷ চিকিৎসা শিবিরে চিকিৎসা করেন ডঃ কৌশিক দত্ত ও যুধিষ্ঠির মাহাত৷ দেড় শতাধিক দুঃস্থ রোগী এই চিকিৎসা শিবিরের দ্বারা উপকৃত হন৷
অখণ্ড কীর্ত্তনের পরে আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত, সুরেশ নায়েক, ভুক্তিপ্রধান বিশ্বনাথ মাহাত প্রমুখ আনন্দমার্গের আদর্শ ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে সকলকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷ শরৎ মাহাত, সত্যবতী মাহাত, গীতা মাহাত, প্রীতিলতা নায়েক প্রমুখের আন্তরিক প্রয়াসে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়৷