ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা চিনের লিশি ফেংকে হারিয়ে কানাডা ওপেন জিতলেন৷ কেরিয়ারের দ্বিতীয় বিডব্লিউএফ সুপার ৫০০ প্রতিযোগিতা জিতলেন লক্ষ্য৷ স্ট্রেট গেমে হারান প্রতিপক্ষকে লক্ষ্য সেন৷ খেলার ফল ২১-১৮, ২২-২০৷ ফাইনালে জেতা খুব একটা সহজ ছিল না লক্ষ্যের৷ নিজের থেকে ন’ধাপ এগিয়ে থাকা ব্যাডমিন্টন তারকার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের নীতি নিয়েছিলেন তিনি৷ ঠিক যেভাবে সেমি ফাইনাল খেলেছিলেন, সেভাবেই ফাইনাল শুরু করেন তিনি৷ শুরুতেই ৬-২ এগিয়ে যান লক্ষ্য বিদ্যুৎ গতিতে শট মারছিলেন দুই খেলোয়াড়৷ ফেংয়ের দু’টি শটের গতিবেগ ছিল ঘন্টায় ৩৯০ কিলোমিটার৷ আবার লক্ষ্যের কয়েকটি শট ঘন্টায় ৪০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ে৷ ফলে সমানে সমানে লড়াই চলছিল৷ ফেং পর পর কয়েকটি পয়েন্ট পেয়ে লক্ষ্যের কাছে পৌঁছে গেলেও তারপর তিনটি আনফোর্সড এরর (প্রতিপক্ষের চাপ ছাড়াই ভুল করা) করে ১২-১৫ পিছিয়ে পড়েন তিনি৷ তারপর আবার তিনটি পয়েন্ট পেয়ে ১৫-১৫ করেন ফেং৷ কিন্ত তারপরেই তিনটি জোরালো স্ম্যাশের ফলে তিন পয়েন্ট এগিয়ে যান লক্ষ্য৷ সেই লিড ধরে রাখেন তিনি৷ ২১-১৮ প্রথম গেম জিতে যান লক্ষ্য৷ এইভাবে দ্বিতীয় গেমেও একই ছবি পরিলক্ষিত হয়৷
ম্যাচ শেষে লক্ষ্য জানান ‘‘ গত কয়েকটা প্রতিযোগিতায় ছন্দ পাচ্ছিলাম না৷ তাই এই জয় আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ প্রতিটা ম্যাচের পরিস্থিতি আলাদা ছিল৷ পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছি৷ তাই জিততে পেরেছি৷’’
কানাডা ওপেন জেতার উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্যকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)৷ লক্ষ্যও তাঁদের টুইট-এর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন৷