সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
টোকিও অলিম্পিক্সে আরও একটি ব্রোঞ্জ জয় ভারতের৷ সেমিফাইনালে হেরে গেলেও লভলিনা বড়গোহাঁইয়ের হাত ধরে তৃতীয় পদক পেয়ে গেল ভারত৷ তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে ০-৫ ব্যবধানে হেরে গেলেন লভলিনা তাই তাকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট হতে হবে৷
পদক নিশ্চিত হয়ে গিয়েছে আগেই৷ অলিম্পিক্স বক্সিংয়ের ৬৯ কেজি বিভাগে ঐতিহাসিক লড়াইয়ে নেমেছিলেন তিনি৷
এবার বক্সিং-এর বিষয়ে আশা যাক, গত মঙ্গলবার টোকিয়োতে ফোনে যোগাযোগ করা হলে ভারতীয় মহিলা কোচ আলি কামার বলেন--- ‘‘বিপক্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ান বুসেনাজ সুরমেনেলি৷ কঠিন প্রতিপক্ষ৷ কিন্তু পদক নিশ্চিত হয়ে যাওয়ায় অনেক চাপমুক্ত হয়ে গত বুধবার নেমেছিলেন লভলিনা৷ ওর এই ফুরফুরে মানসিকতা বুসেনাজকে চাপে ফেলতেও পারে৷’’