গত দু’দশক ধরে নিশ্চিহ্ণ হয়ে যাচ্ছে বৃহত্তম চিরহরিৎ অরণ্য আমাজন৷ যে জঙ্গলকে ‘পৃথিবীর ফুসফুস’ নামে আখ্যায়িত করা হয়েছে, সেই জঙ্গল দিনের পর দিন ধবংসের পথে ধেয়ে যাচ্ছে৷ আর এই অরণ্য সংরক্ষণ করতে আমেরিকার আটটি দেশের প্রতিনিধিরা দু’দিনের শীর্ষ সম্মেলনের শেষে যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেন৷
শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া আমাজন অববাহিকার অংশীদার আটটি দেশ হল যথারীতি--- ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম ও ভেনেজুয়েলা৷ গত ১৪ বছর এর মধ্যে এই প্রথম এ ধরনের শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ শীর্ষ সম্মেলন থেকে ‘বেলেম ঘোষণা’ নামে একটি যৌথ বিবৃতি প্রকাশ পায়৷ এই ঘোষণায় আমাজন জঙ্গল ধবংসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও জোট গঠনের কথা বলা হয়েছে৷
প্রসঙ্গত বিশ্বের বৃহত্তম ‘বারিস্নাত অরণ্য’ আমাজনের প্রায় ৬০ শতাংশ পড়েছে ব্রাজিলে৷ লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর দেশে অরণ্য ধবংস অনেক কমে গিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে জানা গেছে৷