আমার তুমি

লেখক
জ্যোতিবিকাশ সিন্হা

দুরন্ত প্লাবনের উচ্ছ্বাসে,  কার আহ্বান ভেসে আসে

অশনি-ইঙ্গিতে ঝঞ্ঝা-সঙ্গীতে প্রলয় ঘোষে

বজ্রনাদে কম্পিত ধরণী৷

সে কি তুমি, বল,  সে কি তুমি!

বিশ্বচরাচরে অহঃরহ

কার অফুরন্ত অপার স্নেহ

আশিস ঢালি, সবে যায় চুমি৷

সে কি তুমি, বল,  সে কি তুমি!

প্রখর গ্রীষ্ম অবসানে বরষার রিমঝিম

আনে আনন্দ-বারতা বিরামহীন

সকল চিত্ত মাঝে, মধুর ছন্দে বাজে

কার চরণধবনি---

সে কি তুমি, বল,  সে কি তুমি!