সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আমেরিকার আলাস্কাতে ভয়বহ ভূমিকম্প হয়েছে৷ আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪৷ ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে৷
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির ৯.৩ কিলোমিটার গভীরে৷ আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ ও কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে৷ আলাস্কা এমনিতেই ভূমিকম্প প্রবণ৷ প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অংশ, যা সব সময় সক্রিয় থাকে৷
১৯৬৪ সালের মার্চে আলাস্কায় বিশাল এক ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল প্রায় ৯.২৷ এত প্রবল ভূমিকম্পে এর আগে বা পরে উত্তর আমেরিকায় হয়নি৷ ওই ভূমিকম্পের জেরে আলাস্কা উপসাগর, পশ্চিম আমেরিকা, হাওয়াইতে সুনামি আছড়ে পড়েছিল৷ প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছিল সে বার৷