সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কর্মসূত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রবাসী এক মার্গী বোন, যিনি কেরালার কালিকটের অধিবাসী, দীর্ঘ বহু বছর পর তাঁর কালিকট নিবাসী পিতামাতাকে সঙ্গে নিয়ে চারদিনের (১০-১৪ মার্চ, ২০২৫) সফরে আনন্দনগর আসেন৷ এই আবেগঘন যাত্রায় তাঁরা আনন্দনগরের নানাবিধ জনকল্যাণমূলক ও জীবন -জীবিকা সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন করেন৷
তাঁদের সফরসূচিতে অন্তর্ভুক্ত ছিল ফার্ম হাউস, স্বাস্থ্য কেন্দ্র, বৃক্ষরোপণ উদ্যোগ, স্কিল ট্রেনিং সেন্টার এবং কিশোর ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন৷ আনন্দনগরের উন্নয়নধারা ও সামাজিক পুনর্গঠনের বিভিন্ন দিক প্রত্যক্ষ করে তাঁরা গভীরভাবে অভিভূত হন এবং অকুণ্ঠ প্রশংসা করেন৷