আমেরিকায়  বাস্কেটবলে সফল  দুই  ভারতীয়

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

কুইন্স বিশ্ববিদ্যালয়েই গত রবিবার  ছিল অভিনব প্রতিযোগিতা ‘বাস্কেটবল উইদাউট বর্র্ডর’ বা বিডব্লিউবি৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিশ্রুতিমান খোলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতা৷ এ বছর ভারতের প্রতিনিধি দু’জন৷ গার্লিয়রের হর্ষবর্ধন তোমার ও বেঙ্গালুরুর গ্রিশমা নিরঞ্জন৷  হর্ষবর্ধনের মা বাস্কেটবল খেলোয়াড় ছিলেন৷ তাঁর উৎসাহেই ক্রিকেট ছেড়ে  বাস্কেটবল বেছে  নেন বছর আঠারোর হর্ষবর্ধন৷ ট্রায়াল দিয়ে সুযোগ পান নয়ডায় এনবিএ অ্যাকাডেমিতে৷ তবে চোটের কারণে ক্লাস ইলেভেনের হর্ষবর্ধন এখন খেলতে পারছেন না৷  হতাশ ভারতের প্রতিশ্রুতিমান বাস্কেটবলার বললেন, ‘‘কয়েক দিন আগে চোট পেলাম৷ তাই আর ঝঁুকি নিইনি৷ মার্কিন মুলুকে এই কয়েকদিনে অনেক কিছু শিখেছি৷ এ বার আমার লক্ষ্য ভারতীয় দলে ও এনবিএ-তে সুযোগ পাওয়া৷’’ গ্রিশমাও ক্লাস ইলেভেনের ছাত্রী৷ বাস্কেটবল খেলা শুরু করেছিলেন ক্লাস সিক্সে পড়ার সময়ে৷ এ দিন পুরো ম্যাচই খেলেন প্রতিশ্রুতিমান এই কিশোরী৷ দু’জনেরই  স্বপ্ণ  সতনাম সিংহের মতো পেশাদার বাস্কেটবলার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া৷ রাতে স্পেকট্রাম এরিনায় হর্ষবর্ধন ও গ্রিশমা সাক্ষী থাকল এনবিএ অলষ্টার ইভেন্টের৷ এই ম্যাচে লেব্রন জেমসের দল ১৭৮-১৬৪ হারাল ইয়ানিসদের আন্তেতে কুম্পোদের৷  এনবিএ কর্তারা এই মূহূর্তে বাস্কেটবলকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে মরিয়া৷ ভারত, সেনেগাল, মেক্সিকো  ও চিনে এ্যাকাডেমি চলছে৷ এবার তাঁদের লক্ষ্য বিশ্বের  বাকি  দেশগুলোতেও এ্যাকাডেমি গড়ে তোলা৷