আমেরিকায় টর্নেডো - সম্পূর্ণ বিধবস্ত রোলিং ফর্ক শহর  ২৩ জনের মৃত্যু

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত শুক্রবার আমেরিকায় টর্নেডো ও ঝড় বৃষ্টিতে বিধবস্ত হয়েছে ‘মিসিসিপি’৷ এই টর্নেডো প্রাণ কেড়েছে অন্তত ২৩জনের৷ বিধবংসী টর্নেডো ভয়ংকর ধবংসের ক্ষতচিহ্ণ রেখে গিয়েছে ১০০ মাইল এলাকা জুড়ে৷ এই ঝড়ে বিপর্যস্ত সিলভার সিটি নামে ছোট জনপদ৷ টর্নেডোর প্রকোপে প্রায় মুছে গেছে রোলিং ফর্ক নামে ১৭০০ মানুষের আবাস ছোট শহরটি৷ স্থানীয় মানুষের এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি৷ একটি ছোট্ট সুন্দর শহর প্রায় মুছে গেল৷ নেভি প্রেসিডেন্ট ট্রেডে টোড টেরোলের দাবী---সবচেয়ে খারাপ অবস্থা রোলিং ফর্কের৷ সেখানে অনেক মানুষ ধবংসস্তুপের নীচে চাপা পড়ে আছে৷ চারিদিকে ধবংসস্তুপের ছবি৷ উপড়ে পড়া গাছ, উল্টোনো গাড়ী, ঘরবাড়ীর কোন অস্তিত্বই নেই৷ অন্ধকারে ঢেকে গোটা জনপদ৷

২০১১ সালে মিসৌরীতে এইরকম বিধবংসী টর্নেডো প্রাণ কেড়ে ছিল ১৬১ জনের৷ সেই বিধবংসী ঝড়ের দুঃস্বপ্ণ যেন আবার ফিরে এসেছে৷ স্থানীয় প্রশাসন উদ্ধার ও আহতদের চিকিৎসায় ব্যবস্থা করেছে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন৷