আমজনতার সর্বনাশ ধনকুবেরের পৌষমাস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

করোনায় সংক্রমিত শুধু আমজনতা নয়, দেশের অর্থনীতিও৷ তবে অর্থনীতির বেহাল দশা করোনা আসার অনেক আগেই শুরু হয়েছে৷ তাই ভারতের অর্থনীতির মন্দা শুধু করোনার কারণে নয়, কো-মর্বিডিটির কারণে৷  করোনাকালে  লক্‌ডাউনের কারণে আর্থিক বিপর্যয় আরও দ্রুত হয়েছে৷ কয়েক কোটি মানুষ কাজ হারিয়েছে, বহু  ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসেছে৷ চরম আর্থিক সংকটে পড়ে কায়ক্লেশে দিন কাটাচ্ছে দেশের কোটি কোটি মানুষ৷

এই করোনা কালেই শাসক ঘনিষ্ঠ ধনকুবেরদের সম্পদের পরিমাণ বেড়েছে  প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি৷ সম্পদ বৃদ্ধিতে সবার আগে আছে কেন্দ্রীয় শাসক দলের ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর গৌতম আদানি৷ গত বছরের তুলনায় ২০২০-তে আদানি গোষ্ঠীর সম্পত্তি বেড়েছে প্রায় তিনগুণ৷ এরপরেই আছেন দেশের ধনীতম ব্যষ্টি মুকেশ আম্বানী৷ তবে শুধু এই দুজনেই নন, করোনা কালে সম্পত্তি বৃদ্ধির তালিকায় আছে---সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কর্ণধার সাইরাস পুণাওয়ালা, উইপ্রো টেকনোলজিসের আজিজ প্রেমজি, শিব নাদার, রাধাকৃষ্ণ দামানী৷  সব কা সাথ সব বিকাশের (!) এই আর্থিক তত্ত্ব গত ১১ই ডিসেম্বর ব্লুমবার্গ বিলিওনেয়ার ইন্ডেক্স প্রকাশ করেন৷