অমর একুশে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আজ একুশে ফেব্রুয়ারী৷ মানব সভ্যতার ইতিহাসে গণ আন্দোলনের এক অনন্য নজির সৃষ্টি করেছে ১৯৫২ সালের এই দিনটি৷ মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন জন্ম দিল স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র---বাঙলাদেশ৷ ইতিহাসে এর দ্বিতীয় নজির নেই৷

খণ্ডিত ভারতের দুই প্রান্তের দুই রাজ্য পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্র৷ জনগোষ্ঠীর বিচারে পূর্ব পাকিস্তানের বাঙালী জনগোষ্ঠী ছিল সংখ্যাগরিষ্ঠ৷ তথাপি ক্ষমতার জোরে জোর করে ঊর্দু চাপাতে চেয়েছিল পাকিস্তানী শাসক গোষ্ঠী৷ গর্জে উঠেছিল পূর্ব পাকিস্তানের আপামর বাঙালী জনগোষ্ঠী৷ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী ঢাকার রাজপথ দখল করেছিল বিশাল ছাত্র মিছিল৷ সেই মিছিলে গুলি চালিয়েছিল পশ্চিমী শাসকগোষ্ঠী৷ বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল বাঙালী জনগোষ্ঠী৷ সেই আন্দোলনের পরিণতি পূর্ব পাকিস্তানের অবলুপ্তি ও স্বাধীন বাঙলাদেশের আত্মপ্রকাশ৷ রাষ্ট্রসংঘ এই দিনটিকে আন্তর্জাতিক ‘মাতৃভাষা দিবস’ হিসেবে গণ্য করেছে৷

বাঙলাদেশের পাশাপাশি ভারতবর্ষের বিশেষ করে পূর্ব ভারতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়৷ ‘আমরা বাঙালী সংঘটনের পক্ষ থেকেও কলকাতা, শিলচর, আগরতলায় ও জামশেদপুর সহ  বিভিন্ন শহরে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা সহকারে অমর ভাষা শহীদদের স্মরণ করা হবে৷