আমরা বাঙালী দলের পক্ষ থেকে নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নিকট কলকাতার সমস্ত সাইনবোর্ড বাঙলার লেখার জন্যে স্মারকলিপি প্রদান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে জুন আমরা বাঙালী দলের পক্ষ থেকে কলকাতা শহরের সমস্ত দোকানের সাইনবোর্ড, ব্যবসা, বাণিজ্য সংক্রান্ত কাগজপত্র, বিজ্ঞাপন, রাস্তার নাম, বাড়ির নাম ও নম্বর, পার্কের নম্বর ইত্যাদির ক্ষত্রে বাংলা ভাষা ও বাংলা লিপির বাধ্যতামূলক ব্যবহারের জন্যে পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র মাননীয় ফিরহাদ হাকিমের হাতে স্মারকলিপি প্রদান করেন সংঘটনের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় ও তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় প্রচার ও জনসংযোগ সচিব উজ্জ্বল ঘোষ, কেন্দ্রীয় সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মণ্ডল, বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে অনিতা চন্দ ও গোপা শীল৷

স্মারকলিপি প্রদানের সময় কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় মাননীয় মন্ত্রী মহাশয়কে বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে বাঙলার রাজধানী কলকাতাতেই বাংলা ভাষা ও লিপি উপেক্ষিত৷ এই অবস্থায় তিনি আইন প্রণয়ন করে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করার দাবী জানান৷

মেয়র তাঁদের বক্তব্য ও সংঘটনের কথা প্রায় এক ঘণ্টা ধরে ধৈর্যের সঙ্গে শোনেন ও তাঁর দাবীগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন৷  তিনি আমরা বাঙালীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন৷

স্মারকলিপি দেওয়ার আগে আমরা বাঙালীর কর্মীরা ধর্মতলায় জমায়েত হয়েছিলেন৷ সেখান থেকে মিছিল করে বিভিন্ন দাবী সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা কলকাতা কর্পোরেশনের সামনে জমায়েত হন৷ ওই জমায়েতে বিভিন্ন বক্তা বাংলা ভাষা বাধ্যতামূলক করার জন্যে ও বাঙালীদের ওপর জোর করে হিন্দী চাপানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান৷ বক্তাদের মধ্যে ছিলেন যুব নেতা তপোময় বিশ্বাস, উজ্জল ঘোষ, গোপা শীল, বকুল চন্দ্র রায়, খুশীরঞ্জন মণ্ডল, অনিতা চন্দ প্রমুখ৷