গত ২৪শে জুন আমরা বাঙালী দলের পক্ষ থেকে কলকাতা শহরের সমস্ত দোকানের সাইনবোর্ড, ব্যবসা, বাণিজ্য সংক্রান্ত কাগজপত্র, বিজ্ঞাপন, রাস্তার নাম, বাড়ির নাম ও নম্বর, পার্কের নম্বর ইত্যাদির ক্ষত্রে বাংলা ভাষা ও বাংলা লিপির বাধ্যতামূলক ব্যবহারের জন্যে পশ্চিমবঙ্গের নগর উন্নয়নমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র মাননীয় ফিরহাদ হাকিমের হাতে স্মারকলিপি প্রদান করেন সংঘটনের কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় ও তাঁর সাথে ছিলেন কেন্দ্রীয় প্রচার ও জনসংযোগ সচিব উজ্জ্বল ঘোষ, কেন্দ্রীয় সাংঘটনিক সচিব খুশীরঞ্জন মণ্ডল, বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে অনিতা চন্দ ও গোপা শীল৷
স্মারকলিপি প্রদানের সময় কেন্দ্রীয় সচিব বকুল চন্দ্র রায় মাননীয় মন্ত্রী মহাশয়কে বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে বাঙলার রাজধানী কলকাতাতেই বাংলা ভাষা ও লিপি উপেক্ষিত৷ এই অবস্থায় তিনি আইন প্রণয়ন করে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করার দাবী জানান৷
মেয়র তাঁদের বক্তব্য ও সংঘটনের কথা প্রায় এক ঘণ্টা ধরে ধৈর্যের সঙ্গে শোনেন ও তাঁর দাবীগুলি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন৷ তিনি আমরা বাঙালীর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন৷
স্মারকলিপি দেওয়ার আগে আমরা বাঙালীর কর্মীরা ধর্মতলায় জমায়েত হয়েছিলেন৷ সেখান থেকে মিছিল করে বিভিন্ন দাবী সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা কলকাতা কর্পোরেশনের সামনে জমায়েত হন৷ ওই জমায়েতে বিভিন্ন বক্তা বাংলা ভাষা বাধ্যতামূলক করার জন্যে ও বাঙালীদের ওপর জোর করে হিন্দী চাপানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান৷ বক্তাদের মধ্যে ছিলেন যুব নেতা তপোময় বিশ্বাস, উজ্জল ঘোষ, গোপা শীল, বকুল চন্দ্র রায়, খুশীরঞ্জন মণ্ডল, অনিতা চন্দ প্রমুখ৷