আমরা বাঙালী কর্তৃক নেতাজীর ১২৩-তম জন্মদিন পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্রের ১২৩তম জন্মদিবস উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’ কার্র্যলয় থেকে নেতাজীর প্রতিকৃতি সহ একটি সুসজ্জিত গাড়ী সহ ‘আমরা বাঙালীর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ প্রথমে তাঁরা সকাল ৮-৩০ মিনিটে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজী মূর্ত্তিতে মাল্যদান করে নেতাজীর অতুলনীয় বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন৷ এরপর তাঁরা ৯টাতে ময়দানে নেতাজীর মূর্ত্তিতে মাল্যদান করেন৷

এরপর দক্ষিণ কলকাতার চেতলাপার্কে আমরা বাঙালীর সমস্ত শাখা সংঘটনের কর্মীরা, ইয়ূনিফর্ম পরিহিত বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনীর কর্মীরা, বাঙালী মহিলা সমাজ, বাঙালী ছাত্র ও যুবসমাজ, বাঙালী কর্ষক সমাজ, বাঙালী শ্রমিক সমাজ প্রভৃতির কর্মীরা মিলিত হন৷ এখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শ্লোগান দিতে দিতে রাসবিহারী মোড়, যতীন দাস পার্ক হয়ে দুপুর ১২টায় এলগিন রোডে নেতাজীর বাসভবনে এসে উপস্থিত হয়৷ এখানে বাঙালী বাহিনী ও বাঙালী নারী বাহিনীর পক্ষ থেকে নেতাজী প্রতি গার্ড অব্ অনার জানানো হয় ও আমরা

মহিলা সমাজ তথা আমরা বাঙালীর সমস্ত শাখা সংঘটনের পক্ষ থেকে নেতাজী মূর্ত্তিতে মাল্যদান করা হয়৷ পথপরিক্রমাকালে পৌরুষের বজ্রকৌস্তুভ উল্কার অনলশিখা নেতাজীর অতুলনীয় দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের কথা তুলে ধরেন বকুলচন্দ্র রায়, রবীন্দ্রনাথ সেন,উজ্বল ঘোষ প্রমুখ৷

আগরতলা ঃ গত ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন উপলক্ষ্যে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ‘আমরা বাঙালী’র রাজ্য যুগ্ম সচিব শ্রী গৌরীশঙ্কর নন্দীর নেতৃত্বে প্রায় ২৫০ জনের বাঙালী বাহিনী নিয়ে আগরতলা শহর পরিক্রমা করে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও ‘গার্ড অফ্ অনার’ দেওয়া হয়৷ সেখানে ‘আমরা বাঙালী’ দলের বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন৷ সভাপতি ছিলেন অ্যাডভোকেট শ্রী রাখালরাজ দত্ত৷ প্রধান বক্তা ত্রিপুরা রাজ্য সচিব শ্রীহরিগোপাল দেবনাথ, প্রচার সচিব গৌতম ঘোষ (অ্যাডভোকেট), সাংঘঠনিক সচিব কেশব মজুমদার, আন্দোলন সচিব গোবিন্দ মজুমদার, গৌরাঙ্গ রুদ্র পাল মহাশয়৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে আমরা বাঙালী দলের পক্ষ থেকে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়৷

শিলিগুড়ি ঃ নেতাজীর ১২৩-তম জন্মদিন উপলক্ষ্যে শিলিগুড়িতে ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের  করা হয়৷ মিছিল শিলিগুড়ির আমরা বাঙালী দলের অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এনজিপি বাজারে এলে নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়৷ মাল্যদান করেন দার্জিলিং জেলার জেলা সচিব শ্রী বাসুদেব সাহা, আমরা বাঙালী দলের কেন্দ্রীয় সংঘটনিক সচিব শ্রী খুশীরঞ্জন মণ্ডল, কেন্দ্রীয় কমিটির সদস্য নীরদ অধিকারী, জেলা কমিটির সদস্য রামপ্রসাদ সরকার প্রমুখ৷ মাল্যদানের পর নেতাজীর আদর্শ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রী খুশীরঞ্জন মণ্ডল, বাসুদেব সাহা প্রমুখ৷ তাঁরা তাঁদের বক্তব্যে বাঙলার সকলকে নেতাজীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর পরিকল্পনাকে বাস্তবায়িত করার কাজে এগিয়ে আসার আহ্বান জানান৷ তাঁরা দাবী করেন নেতাজীর অন্তর্ধান রহস্য অবিলম্বে উন্মোচন করতে হবে মুখার্জী কমিশনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে, ‘আজাদ হিন্দ সরকারের’ সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে৷ তাঁরা অবিলম্বে বাঙালী রেজিমেণ্ট গড়ার ডাক দেন৷

মেদিনীপুর ঃ পৌরুষের বজ্রকৌস্তুভ বীর নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন যথোচিত মর্যাদার সঙ্গে ‘আমরা বাঙালী’ দলের পক্ষ থেকে পালন করা হয়৷ এদিন সকাল ১১টায় ‘আমরা বাঙালী’ দলের কার্যালয় থেকে বেরিয়ে মেদিনীপুর শহরের কেরাণীটোলা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়৷ শোভাযাত্রাটি মেদিনীপুর শহরের কালেক্টরী মোড়, এল.আই.সি. মোড়, জেলা পরিষদ হয়ে রাজাবাজার অঞ্চলে অবস্থিত মেদিনীপুর কলেজের সামনে নেতাজী মূর্ত্তির পাদদেশে গিয়ে শেষ হয়৷ সেখানে নেতাজীর আবক্ষমূর্ত্তিতে মাল্যদান করেন ‘আমরা বাঙালী’ দলের জেলা সচিব শ্রী শঙ্করপ্রসাদ কুণ্ডু, যুগ্ম সচিব প্রবোধ নন্দী, অর্থসচিব রঞ্জিত কুমার ঘোষ, বাঙালী মহিলা সমাজের পক্ষ থেকে কল্পনা গিরি, ইলা পাত্র, অপর্ণা দত্ত প্রমুখ৷ মাল্যদানের পর নেতাজীর অবদানের ওপর স্মৃতিচারণা করেন ‘আমরা বাঙালী’ দলের প্রবীণ কর্মী শ্রীসিত দত্ত মহাশয়৷ নেতাজীর ওপর আবৃত্তি পাঠ করে শোনান শ্রীমতী অপর্ণা দত্ত৷ এরপর বত্তৃণব্য রাখেন  শ্রীরঞ্জিত কুমার ঘোষ মহাশয়৷ তিনি বলেন নেতাজী জন্মদিনকে জাতীয় দেশপ্রেম দিবস ও জাতীয় ছুটি ঘোষণা করার জন্যে ও নেতাজীর অন্তর্ধান রহস্যের গোপন ফাইলগুলি শীঘ্রই দেশবাসীর কাছে উন্মোচিত করার জন্য কেন্দ্রীয় সরকারের নিকট আবেদন করা হয়৷ উক্ত অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় আইন সচিব শ্রী রাজু মান্না মহাশয়৷

টাটানগর ঃ গত ২৩শে জানুয়ারী ভারতের মুক্তিসূর্য ও বিশ্ববরেন্য দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩-তম জন্মদিন উদ্যাপন করেন ‘বাঙালী বাহিনী’ ও ‘আমরা বাঙালী’ দলের ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলা কমিটি৷ ওই দিন নেতাজীর জন্মলগ্ণে দুপুর ১২টা ৭ মিনিটে ‘বাঙালী বাহিনী’ জামশেদপুরের সাকচি নেতাজী সুভাষ ময়দানে নেতাজীর প্রতিকৃতির সামনে গার্ড অফ অর্নার দেওয়া হয়৷ ‘বাঙালী বাহিনী’, ‘বাঙালী নারী বাহিনী’ ও ‘আমরা বাঙালী’ দলের সদস্যরা নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর নেতাজী সুভাষ ময়দান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়৷ এই শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে  সাকচি গোলচক্করে এসে সমাপ্ত হয়৷ ‘বাঙালী’ বাহিনীর পক্ষ থেকে জেলা সমাহর্তার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি মহাশয়কে একটি স্মারকলিপি প্রদান করা হয়৷

কোচবিহার ঃ গত ২৩শে জানুয়ারী  নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মদিবস উদ্যাপন উপলক্ষ্যে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে  কোচবিহার  পুরসভার মোড় থেকে নেতাজী মূর্ত্তি পাদদেশ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়৷ এই  শোভাযাত্রায় অংশগ্রহণ করেন আমরা বাঙালীর কেন্দ্রীয় পঞ্চশাখা সচিব মাননীয়  সুবোধ বর্মন, উত্তরবঙ্গ  সাংঘটনিক  সচিব দলেন্দ্রনাথ রায়৷  কেন্দ্রীয় সদস্যা প্রতিমা রায়, কোচবিহারের  জেলা সচিব প্রসন্ন কুমার  রায় ও অন্যান্য সদস্যবৃন্দ৷ তাঁরা একে একে সবাই নেতাজীর মূর্ত্তিতে  মাল্যদান  করেন৷ মহাবিপ্লবী নেতাজীর আদর্শ অতুলনীয়  বীরত্ব ও আত্মত্যাগের ওপর  বক্তব্য রাখেন দলেন্দ্রনাথ রায় স্বদেশচন্দ্র  সরকার ও অন্যান্যরা৷