‘আমরা বাঙালী’ সংঘটনের কলকাতা জেলা সম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১লা সেপ্ঢেম্বর’ ২০২৪,রবিবার শ্যামবাজার সমাজ ভবনে ‘আমরা বাঙালী’ সংগঠনের কলকাতা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় শতাধিক সদস্য-সদস্যার উপস্থিতিতে৷ এই সম্মেলনের শুরুতেই প্রাউট প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পন করেন সম্মেলনের সভাপতি বিশিষ্ট প্রাউটিস্ট ভবতোষ বণিক প্রধান অতিথি জ্যোতিবিকাশ সিনহা, সম্মেলনের আহ্বায়ক ও বিশেষ অতিথি তপোময় বিশ্বাস,প্রা ক্তন কলকাতা জেলা সচিব হিতাংশু বন্দ্যোপাধ্যায়, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাশ, বিশেষ অতিথি কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ, কেন্দ্রীয় সাংস্কৃতিক সচিব অনিতা চন্দ, সুশীল জানা, সুদীপ দাশগুপ্ত, শ্রাবণী বসাক সহ জেলার নেতৃত্ব৷ সম্মেলনের মঞ্চটি নামাঙ্কিত করা হয় ‘আমরা বাঙালী’র আন্দোলনের অন্যতম অকুতোভয়ী সৈনিক প্রয়াত শ্যামল বিশ্বাসের নামে৷ প্রাক্তন সচিবের প্রতিবেদন পাঠ, কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিদের বক্তব্যের পর সর্বসম্মতিক্রমে ১৭জন সদস্য-সদস্যা বিশিষ্ট ‘আমরা বাঙালী’র কলকাতা জেলা কমিটি ঘটন করা হয়৷ ওই ১৭ জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়ে কলকাতার জেলা সচিব হন শ্রী সুদীপ দাশগুপ্ত মহাশয়৷ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে ত্রিলোক মণ্ডল, স্বপন সাহা, প্রকাশ সাহা, কালীপদ পোঁড়ে সহ যাঁদের সহযোগিতা রয়েছে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় সম্মেলনের আহ্বায়ক তপোময় বিশ্বাস৷