আমরা বাঙালী সংঘটনের পক্ষ থেকে নেতাজীর ১২৭তম জন্ম দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৩শে জানুয়ারী দেশপ্রেম, আত্মত্যাগ ও আপোষহীন সংগ্রামের মূর্ত প্রতীক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবস যথোচিত মর্যাদার সঙ্গে সমগ্র বাঙালীস্তানের বিভিন্ন স্থানে পালন করলেন ‘আমরা বাঙালী’ সংঘটনের সদস্য সদস্যাবৃন্দ৷ কলকাতার বসুশ্রী সিনেমার সামনে থেকে শুরু করে নেতাজীর প্রতিকৃতিসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নেতাজীর বাসভবনে পৌঁছায়৷ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন বাঙালীবাহিনী, বাঙালী নারীবাহিনী, বাঙালী ছাত্রসমাজ, বাঙালী যুবসমাজ, বাঙালী মহিলা সমাজ ও আমরা বাঙালী সংঘটনের সদস্য ও সদস্যাগণ৷ কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব, কেন্দ্রীয় সাংঘটনিক সচিব, যুগ্ম সচিব, অর্থসচিব, প্রচার সচিব, মহিলা সমাজ সচিব, যুব সমাজ সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ৷ কলকাতা, উঃ২৪পরগণা, দক্ষিণ ২৪পরগণা, হাওড়া প্রভৃতি পাশাপাশি জেলার আমরা বাঙালী নেতৃত্ব ও সদস্য সদস্যাগণ এই শোভাযাত্রায় যোগদান করেন৷ শোভাযাত্রায় ও নেতাজী বাসভবনের সামনে সাংবাদিকগণের সমক্ষে নেতাজী সম্পর্কিত দাবীগুলি তুলে ধরা হয়৷ দাবীগুলি (১) কেন্দ্রীয় সরকারকে নেতাজী অন্তর্ধান রহস্য অবিলম্বে উদঘাটন করতে হবে৷ (২) কেন্দ্রীয় সরকারকে ২৩শে জানুয়ারী জাতীয় ছুটির দিন ও নেতাজী জন্ম দিবসকে ননদেশপ্রেমপপ দিবস ঘোষণা করতে হবে৷ (৩) কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে তৎকালীন আজাদ হিন্দ্ ফৌজের সম্পত্তির পরিমাণ জনসমক্ষে প্রকাশ করতে হবে৷ (৪) অবিলম্বে বাঙালী রেজিমেণ্ট ঘটন করতে হবে৷ (৫) নেতাজী সম্পর্কিত সমস্ত গোপন ফাইল অবিলম্বে প্রকাশ করতে হবে৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে কেন্দ্রীয় সচিব শ্রীজ্যোতিবিকাশ সিন্‌হা ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের মহাফেজখানা থেকে নেতাজী সম্বন্ধিত সমস্ত গোপন ফাইল প্রকাশ করার দাবী জানান৷ তিনি বলেন, এই সমস্ত ফাইল প্রকাশ করলে নেতাজী সম্পর্কে মানুষের মনে যে ধোঁয়াশা রয়েছে তার নিরসন হবে ও নেতাজীর পূর্ণাঙ্গ জীবনী জনসমক্ষে প্রকাশিত হবে৷ সুভাষচন্দ্র বসুর মতো একজন মহান দেশপ্রেমিক ও দেশমাতৃকার মুক্তি সংগ্রামের অগ্রণী যোদ্ধা, যাঁর জন্যেই আজ ভারতবর্ষে স্বাধীনতা এসেছে, তাঁর সম্পর্কে এত ঢাক ঢাক, গুড় গুড় চলছে শুধুমাত্র তিনি ‘বাঙালী’ বলেই৷ হিন্দী সাম্রাজ্যবাদী  শাসকেরা কিছুতেই বাঙালীর অবদানকে মেনে নেয় না, বরং বাঙালীকে কালিমালিপ্ত করতে পারলেই তাদের আনন্দ৷ কিন্তু ‘আমরা বাঙালী’ হিন্দীওয়ালাদের এই প্রয়াস কিছুতেই সফল হতে দেবে না৷ প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে ও নেতাজীর যথাযোগ্য মর্যাদাকে ফিরিয়ে আনবেই আনবে৷ কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪পরগণা, হুগলী, হাওড়া, জলপাইগুড়ি, মেদিনীপুর মুর্শিদাবাদ, পুরুলিয়া, শিলিগুড়ি, কোচবিহার, টাটানগর, আগরতলা ও ত্রিপুরার বিভিন্ন জেলায়, গৌহাটিসহ অসমের অপরাপর স্থানে যথাযোগ্য মর্যাদা সহকারে নেতাজী জয়ন্তী পালিত হয় ও শোভাযাত্রার আয়োজন করা হয়৷ নেতাজীর ১২৭তম জন্মদিবস পালনের অঙ্গ হিসেবে মেদিনীপুর শহরের কেরানীটোলা থেকে এক পদযাত্রা শহর পরিক্রমা করে ও ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে নেতাজীর মর্মর মূর্ত্তিতে মাল্যদান করা হয়৷